দরজা ভেঙে তারেক শামসুর রেহমানের লাশ উদ্ধার
-
আপডেট সময় :
রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
-
২৭৭
০ বার সংবাদটি পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ড. তারেক শামসুর রেহমান মারা গেছেন। রাজধানীর উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টে নিজের ফ্ল্যাটের দরজা ভেঙে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ সময় তিনি ছাড়া বাসায় আর কেউ ছিলেন না। লাশটি বাথরুমের সামনে পড়ে ছিল। তিনি সেখানে বমিও করেছিলেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে সেখান থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ নিশ্চিত করে কিছু বলেনি। তবে ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতাজনিত কারণে তিনি মারা গেছেন। তার লাশ কোথায় এবং কবে দাফন করা হবে সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। পুলিশের উত্তরা জোনের সহকারী কমিশনার শচীন মল্লিক যুগান্তরকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, অধ্যাপক শামসুর রেহমান অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। তবে আমরা সব বিষয়কে সামনে রেখেই তদন্ত করছি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বলা যাবে।
অধ্যাপক রেহমান রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট দোলনচাঁপা ভবন-১, ১৩০৪ নম্বর ফ্ল্যাটে একাই থাকতেন। তার পরিবারের সদস্যরা আমেরিকায় থাকেন, ভাই থাকেন পিরোজপুর। খবর পেয়ে তার ভাই পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছেন।
অ্যাপার্টমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক মোজাফফর আহমেদ জানান, সকালে তারেক শামসুর রেহমানের গৃহকর্মী বাসায় যান। একের পর এক কলিংবেল দিলেও কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে গৃহকর্মী নিরাপত্তা কর্মীকে জানান। এরপর আশপাশের সবাই ফ্লাটে গিয়ে তাকে ডাকাডাকি করেন, ফোন দেন। ভেতরে রিংটোন শোনা যাচ্ছিল, কিন্তু কেউ সাড়া দিচ্ছিল না। পরে তুরাগ থানার ওসিকে বিষয়টি জানানো হয়। পুলিশ এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।
ঘটনাস্থলে উপস্থিত শামসুর রেহমানের খালাতো ভাই বদরুল আলম বলেন, তার স্ত্রী ও কন্যা যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি একাই ফ্ল্যাটে থাকতেন। তার স্ত্রীর সঙ্গে কথা হয়েছে এবং সন্তানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। এ ছাড়া তার আপন ভাইয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। তাদের সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় ঠিক করব। আমার জানা মতে, তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। প্রতিবেশীরা জানান, তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, শ্বাসকষ্টসহ অনেক রোগে ভুগছিলেন। শুক্রবার রাতে সর্বশেষ এক প্রতিবেশীর সঙ্গে তার কথা হয়েছে। সকালে তারাই পুলিশে খবর দিয়েছেন। ফ্ল্যাট মালিক সমিতির সেক্রেটারি মোহাম্মদ আলী দেওয়ান জানান, তারেক শামসুর রেহমান একা থাকেন বলে আগেই তার আমেরিকা প্রবাসী বোন ও বোন জামাইয়ের নম্বর দিয়ে রেখেছিলেন। আমি তাদের ফোন করে বিষয়টি জানাই। পরে পুলিশসহ ফ্ল্যাটের দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় দেখতে পাই। রাজউক অ্যাপার্টমেন্টের এ-ব্লকের ফ্ল্যাট মালিক সমিতির যুগ্ম সম্পাদক মাহমুদুল হোসেন রাসেল বলেন, তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও অ্যাজমায় ভুগছিলেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক এই সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন। আন্তর্জাতিক রাজনীতি, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও বৈদেশিক নীতি নিয়ে গবেষণামূলক বেশ ক’টি গ্রন্থ রয়েছে তার। এ ছাড়া তুলনামূলক রাজনীতি নিয়েও তার বেশ ক’টি গ্রন্থ রয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পিএইচডি ডিগ্রির অধিকারী অধ্যাপক রেহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। অধ্যাপনার পাশাপাশি তিনি নিয়মিত কলাম লিখতেন। প্রায় প্রতিটি জাতীয় দৈনিকে তার কলাম নিয়মিত ছাপা হতো। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ইরাক যুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক রাজনীতি, গণতন্ত্রের শত্রু-মিত্র, নয়া বিশ্বব্যবস্থা ও আন্তর্জাতিক রাজনীতি, বিশ্ব রাজনীতির চালচিত্র, উপআঞ্চলিক জোট, ট্রানজিট ইস্যু ও গ্যাস রফতানি প্রসঙ্গ, বাংলাদেশ : রাষ্ট্র ও রাজনীতি, বাংলাদেশ : রাজনীতির ২৫ বছর, বাংলাদেশ : রাজনীতির চার দশক, গঙ্গার পানি চুক্তি : প্রেক্ষিত ও সম্ভাবনা, সোভিয়েত-বালাদেশ সম্পর্ক, বিশ্ব রাজনীতির ১০০ বছর ইত্যাদি।
জাবিতে শোকের ছায়া : জাবি প্রতিনিধি জানান, তারেক শামসুর রেহমানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ববিদ্যালয় পরিবারে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতারা। তার মৃত্যুতে শোক জানিয়েছেন, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক সৈয়দ মোহম্মদ কামরুল আহছান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল আহসান এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক শামছুল আমল সেলিম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোস্তফা নাজমুল মানছুর।
Like this:
Like Loading...
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply