প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ৪:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২১, ২:২৬ পি.এম
সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সেহরির জন্য খাবার বিতরন করলেন জাগ্রত তারুণ্য পক্ষ থেকে।

মোঃ মনিরুল ইসলাম লিমন //
বাংলাদেশের তরুনদের সর্বোচ্চ জাতীয় স্বীকৃতি "জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড -২০২০" প্রাপ্ত একটি অলাভজনক, অরাজনৈতিক, সেচ্ছাসেবী, সামাজিক সংগঠন "জাগ্রত তারুণ্য " এর উদ্যোগে অসহায় সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে সেহরীর জন্য খাবার বিতরন করেন জাগ্রত তারুণ্যের ফাউন্ডার এন্ড প্রেসিডেন্ট মোঃ শাহবাজ মিঞা শোভন ও বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিটের সহ-সভাপতি রাব্বি হাসান,পটুয়াখালী জেলা ইউনিটের সভাপতি সানি,সাধারণ সম্পাদক জিসান,বরিশাল মহানগর ইউনিটের সদস্য ফাহিম ও মেহেদীতার গৌরনদী উপজেলা সভাপতি মনিরুল ইসলাম লিমন জাগ্রত তারুণ্যের সদস্যরা। আজকে ভোররাতে বরিশাল নগরীর চৌমাথা, সদর রোড, লঞ্চ ঘাট, বঙ্গবন্ধু উদ্যান, বান্দ রোড, মেডিকেল কলেজ, নবগ্রাম রোড, বগুড়া রোড, নতুনবাজার, মুন্সী গ্যারেজ, গোরস্থান রোড সহ বিভিন্ন এলাকায় জাগ্রত তারুণ্যের প্রজেক্ট সাওম এর সদস্যরা
খুঁজে খুঁজে খাঁটি ঈমানদার সুবিধাবঞ্চিত রোজাদার
হাসপাতালের কর্মী,নাইট গার্ড, বিভিন্ন ওয়ার্ডের নৈশ প্রহরী, রিকশাচালক, ট্টাক চালক, ভবঘুরে, মানসিক প্রতিবন্ধী, পরিচ্ছন্নতা কর্মী, দিনমজুর, ভ্যান চালক, স্টিমারঘাটের কর্মীসহ বিভিন্ন ধরনের অসহায় মানুষদের
মাঝে সেহরি বিতরন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা "রিয়াল লাইফ হিরো" গুগল শোভন ও তার টিম জাগ্রত তারুণ্য।শোভন তার এই সকল ব্যাতিক্রমী ইতিবাচক কাজের জন্য জাতীয় স্বীকৃতির পর এবার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য জাতিসংঘ কর্তৃক মনোনিত হয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.