মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না, ও বন্ধু। এ কথাকেই বাস্তবে রুপ দিলেন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ পৌরসভার ০৬ নং খরকী ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সাইদুর রহমান মনির।
করোনাকালীন সময়ে সারাদেশে যখন কঠোর লকডাউন চলছে, অসহায় ও গরিব মানুষের মধ্যে যখন হাহাকার বিরাজমান তখনই মোঃ সাইদুর রহমান মনির তার নির্বাচিত এলাকায় অসহায়, খেটে খাওয়া, দিনমজুর দের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করলেন।
মোঃ সাইদুর রহমান মনির প্রায় তার নির্বাচনী এলাকায় শতাধিক পরিবারের মাঝে এই ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
করোনাকালীন সময়ে লকডাউন’র মধ্যে ইফতার ও খাদ্য সামগ্রী পেয়ে আনন্দে উল্লাসিত হয়ে হানিফ বেপারী(ছদ্মনাম) বলেন, আমাগো এবারের কাউন্সিলর হইলো জনবান্ধন কাউন্সিলর, এই করোনার মধ্যে হেয় আমাগো খাবার ঘরে পৌছাইয়া দিছে, ইফতার পৌছাইয়া দিছে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ হেরে ভালো রাখুক।
এ ব্যাপারে কাউন্সিলর মোঃ সাইদুর রহমান মনির বলেন, আমার এলাকার জনগণ বিগত দিনে অনেক সুযোগ সুবিদা থেকে বঞ্চিত ছিলো, কিন্তু আল্লাহর রহমতে এখন আর তাদের বঞ্চিত থাকতে হবে না, সবার খোজ খবর রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
এই ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, ০৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সাইদুর রহমান মনির, আরাফাত আসিফ, জিবরান ফুয়াদ, মোঃ শামীম গাজী, আকাশ মাঝি, হৃদয়, খন্দকার আকাশ সহ আরো অন্যান্য লোকজন।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply