করোনাভাইরাস টিকার (ভ্যাকসিন) দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাডভােকেট তালুকদার মােঃ ইউনুস।
শনিবার (১৭ এপ্রিল ) বেলা ১১ টার দিকে বরিশাল সদর জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলায় স্থাপন করা করোনা ভাইরাস টিকাদান কেন্দ্রে এই টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন তিনি।
টিকা গ্রহণ শেষে উপস্থিত সাংবাদিকদের সাক্ষাতকারে তালুকদার মোঃ ইউনুস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই দেশের মানুষ আজ বিনামূল্যে করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ গ্রহণ করছেন।
তিনি আরো বলেন, আমি এই টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ গ্রহণ করে সুস্থ আছি। । কেননা এই টিকা ‘সম্পূর্ণ নিরাপদ’। তাই টিকা নিয়ে কোন সমালোচনা বা গুজব যাতে না ছড়ায় তার জন্য সকল কে সতর্ক থাকার আহ্বান জানান।
এর আগে তালুকদার মোঃ ইউনুস ৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯ টায় একই স্থানে করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply