বরিশালে যে কোন রোগীর সেবায় ফোন করলেই নার্স চলে যাবে আপনার বাসায়
আপডেট সময় :
শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
২৩০
০ বার সংবাদটি পড়া হয়েছে
আকাশ ইসলাম :: করোনা লকডাউনে শুধুমাত্র বরিশালবাসীর প্রতিটি পরিবারের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে ১৫ এপ্রিল ২০২১ তারিখ থেকে ২৪ ঘন্টা কাজ করবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত কেয়ারগিভারস ইনস্টিটিউট অব বরিশাল প্রতিষ্ঠানের নিজস্ব ডাক্তার, নার্স ও কেয়ারগিভারস দ্বারা গঠিত জরুরি স্বাস্থ্য সেবা টিম। যে সকল সেবা প্রদান করা হবেঃ-
১. কোভিড-১৯ পজিটিভ / নেগেটিভ যে কোন রোগীর বাসায় ২৪ ঘন্টা কেয়ারগিভারস দ্বারা সেবা প্রদান করা হবে।
২. মাসিক/ বছরের জন্যও কেয়ারগিভারস বাসায় নেয়া যাবে।
৩. গর্ভবতী মায়েদের সার্বক্ষণিক দেখাশোনার জন্য নেয়া যাবে।
৪. ২৪ ঘন্টা ফিজিওথেরাপি সার্ভিস প্রদান করা হবে।
৫. বাসায় ঔষধপত্র দিয়ে আসা হবে।
৬. অক্সিজেন সরবরাহ করা হবে।
৭. হাসপাতালে রোগী আনা-নেওয়া এবং প্রয়োজনে রোগীর সাথে সার্বক্ষণিক কেয়ারগিভারস রাখা যাবে।
৮. ইমারজেন্সি বাসায় ডাক্তার পাঠানো হবে।
৯. হাসপাতাল/ ক্লিনিকে রোগীর সাথে ২৪ ঘন্টা কেয়ারগিভারস রাখা যাবে।
১০. অনলাইনে বিশেষজ্ঞ ডাক্তার দেখানো যাবে।
১১.বয়স্ক বৃদ্ধদের সার্বক্ষণিক যত্ন।
১২.প্রেসার ও ডায়াবেটিস মাপা।
১৩.নেবুলাইজেশন।
১৪.এনজি ফিডিং।
১৫.আইভী ক্যানুলা।
১৬.ইঞ্জেকশন পুশিং।
১৭.স্যালাইন পুশিং।
১৮.সার্জিক্যাল ড্রেসিং।
১৯.ক্যাথেটারাইজেশন (প্রসাবের নল লাগানো)।
২০.এনজি টিউব ইনসার্সন (খাবারের নল লাগানো)।
২১. স্টিজ (যেকোনো ধরনের কাটা-ছেঁড়া সেলাই)।ইত্যাদি সহ যাবতীয় নার্সিং সেবা প্রদান করা হয়।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply