নিজস্ব প্রতিবেদক : সংবাদ সম্মেলনে নিজের ও পরিবারের নিরাপত্তা চাইলেন নলছিটির আওয়ামী লীগের নেতা আমির সোহেল মল্লিক। ঝালকাঠির জেলার নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের আওয়ামীলীগের চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশি আমির সোহেল মল্লিক রবিবার বিকেলে বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ও ২ সন্তান। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, সুবিদপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান সিকদার তার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী। আসন্ন ইউপি নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ব্যাপক ভরাডুবির আশংকায় তার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র নিয়ে মাঠে নেমেছেন। চেয়ারম্যান তার সাথে নৈতিকভাবে না পেরে মিথ্যা মামলা, হামলা ও সন্ত্রাসী বাহিনী দিয়ে তাকে দমানোর চেষ্টা চালাচ্ছেন। তিনি ও তাঁর পরিবার জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি আরো বলেন, আমি আমার পরিবার নিয়ে চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীর ভয়ে বাড়ি থাকতে পারছি না।
তিনি সংবাদ সম্মেলনে আশংকা প্রকাশ করে বলেন সুবিদপুর ইউনিয়নে যাতে তিনি নির্বাচনে দাঁড়াতে না পারেন সেজন্য চেয়ারম্যান মান্নান সিকদার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি তার রাজনৈতিক নেতা ও অভিভাবক আলহাজ্ব আমির হোসেন আমুসহ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
এ বিষয়ে চেয়ারম্যান আব্দুল মান্নান সিকদারের নিকট জানতে চাইলে তিনি জানান, এসকল অভিযোগ সঠিক নয়। আমির সোহেল মল্লিক আমার পরিষদের মেম্বারদের ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচারসহ নানা রকম ষড়যন্ত্র করছে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.