মেহেন্দিগঞ্জ প্রতিনিধি //
ইউপি নির্বাচনে বিরোধের জের ও আদিপত্ত্য বিস্তারকে কেন্দ্র করে মেহেন্দিগঞ্জের দক্ষিণ উলানিয়া ইউনিয়নে আ’লীগের দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনার ১দিনের মাথায় ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশাল জেলা পুলিশ সুপার মাহারুপ হোসেন। তিনি সোমবার দুপুর আনুমানিক ২টার সময় ঘটনাস্থলে গিয়ে পৌঁছেন। এ সময় তিনি সংঘর্ষের স্থল উলানিয়া দক্ষিণ ইউনিয়নের সুলতানী গ্রামের ক্ষতিগ্রস্ত ঘর- বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ঘুরে ঘুরে দেখেন এবং নিহত শাহিদ চৌধুরী ও নিহত সাইফুল ইসলাম’র পরিবারের সাথে দেখা করে তাদের শান্তনা প্রদান করেন। পরিদর্শনকালে তিনি বলেন, বিশৃঙ্খলাকারী যেই হউক না কেন তাদের কঠোর হাতে দমন করা হবে। সংঘর্ষে নিহতের ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। এই পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গণগ্রেপ্তার এড়াতে এলাকায় এখন পুরুষ শুন্য হয়ে পড়েছে। আহত ১০/১৫ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ রাত থেকেই ঘটনাস্থলে অবস্থান করে হামলার ইন্দনদাতাদের ও সংঘর্ষকারীদের আটক করতে কাজ করছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশ । আইনশৃঙ্খলা বিঘ্ন সৃষ্টিকারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া দক্ষিণ ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে পূর্বের বিরোধ ও আদিপত্ত্য বিরাজ করতে নৌকার প্রার্থী কাজী আব্দুল আলীম মিলন চৌধুরী ও বিদ্রোহী প্রার্থী রুমা বেগম’র ছেলে তারেক সরদারের গ্রুপের মধ্যে গত শনিবার গভীর রাতে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২জন নিহত হয় এবং প্রায় ২০ জন আহত হয়।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply