
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ঃ স্মার্ট ফোন।
বিংশশতাব্দী তে আলোড়ন সৃষ্টিকারী ও তথ্য প্রযুক্তিতে এগিয়ে সারা বিশ্ব, থেমে নেই স্মার্ট ফোনের পর্যায়ক্রমিক নতুন নতুন মডেল দিয়ে চমকে দেওয়া।
তেমনি বাংলাদেশেও অন্যান্য স্মার্টফোনের থেকেও ব্যাপক হারে চাহিদা বেড়েছে vivo মোবাইল ফোনের।
যুবক থেকে বয়স্ক সবার চাহিদার শীর্ষে রয়েছে vivo।
এর পরিসর ঘটাতে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় নিউ রুচিতা টেলিকম এর vivo’র সাথে
এক্সক্লুসিভ সপ চুক্তিপত্র স্বাক্ষরিত করলেন মেহেদি হাসান মামুন ও শায়েখ হাছান।
নিউ রুচিতা টেলিকম এর পরিচালক মেহেদি হাসান মামুনের সাথে কথা বলার সময় জানা যায়, চায়নার মোবাইল উৎপাদন কোম্পানি Vivo mobile phone এর সব মডেলের মোবাইল ফোন এখন নিউ রুচিতা টেলকমে পাওয়া যাবে।
নিউ রুচিতা টেলিকম এর সাথে vivo’র চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন নিউ রুচিতা টেলিকম এর পরিচালক মেহেদি হাসান মামুন ও vivo’র এরিয়া ম্যানেজার শায়েখ হাছান।
মেহেদি হাসান মামুন আরো বলেন, নিউ রুচিতা টেলিকম থেকে স্মার্টফোন ক্রয় করিলে অরজিনাল প্রোডাক্ট, কোম্পানির নির্ধারিত প্রাইজ ও বিক্রোত্তর সেবা /ওয়ারেন্টি সুবিধা পাবেন মেহেন্দিগঞ্জে বসেই।
Leave a Reply