মেহেন্দিগঞ্জে লক ডাউন কার্যকরে উপজেলা প্রশাসন ও জরুরী স্বেচ্ছাসেবক বাংলাদেশ।
আপডেট সময় :
মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
৪০৫
০ বার সংবাদটি পড়া হয়েছে
আবুুুল হাসেম //
মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় সরকার সোমবার থেকে সারাদেশে লক ডাউন ঘোষনা করেছেন। এই লক ডাউন কার্যকর করতে আজ মঙ্গলবার উপজেলা প্রশাসন মাঠে বেশ তৎপরতার সাথে রয়েছে।
সংক্রমণ এড়াতে সরকারী নির্দেশনা বাস্তবায়নে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন ও জরুরি স্বেচ্ছাসেবক বাংলাদেশ মাঠ পর্যায়ে জনসাধারণকে সচেতন করতে প্রচারাভিযান অব্যাহত রেখেছে। বরিশাল জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুশফিকুর রহমান এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
করোনা মহামারি রোধে আইন প্রয়োগের চেয়ে আমাদের আরো বেশি সচেতনতা অবলম্বন করতে হবে। করোনা সংক্রামণ এড়াতে অবশ্যই সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে।
এবং সবাইকে লকডাউন কার্যকর করতে সবাইকে সচেতন হতে হবে, অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করেন তিনি।
এ সময় মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবু কালাম সহ সঙ্গীয় ফোর্স এ অভিযানে সহযোগীতা করেন ।
জনসচেতনতামূলক কাজে অংশগ্রহণ করেন বরিশাল জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুশফিকুর রহমান, মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম, জরুরী স্বেচ্ছাসেবক বাংলাদেশের মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার যুগ্ম টিম লিডার রাজিব তাজ, যুগ্ম টিম লিডার সাজ্জাদ হোসেন শোয়েব, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাজী নাহিদ চপল, আবুল হাসেম, মাহাবুব আলম বিহাদ, মাহাফুজ ভূইয়া, শামীম গাজী, সাকিব রহমান।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply