বাবুগঞ্জে লকডাউন কার্যকর করতে মাঠে উপজেলা প্রশাসন, মাস্ক ব্যবহার না করায় ১৩ জনকে অর্থদন্ড।
আপডেট সময় :
রবিবার, ৪ এপ্রিল, ২০২১
২৯১
০ বার সংবাদটি পড়া হয়েছে
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ
মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় সরকার সোমবার থেকে সারাদেশে লগডাউন ঘোষনা করেছেন। এটি কার্যকর করতে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন মাঠে বেশ তৎপর রয়েছে। সংক্রমণ এড়াতে সরকারী নির্দেশনা বাস্তবায়নে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন মাঠ পর্যায়ে জনসাধারণকে সচেতন করতে প্রচারাভিযান অব্যাহত রেখেছে। গতকাল বিকাল ৫ টায় উপজেলার চাঁদপাশা ইউনিয়নের লাকুটিয়া সড়কের রেইন-ট্রি-তলা নামক স্থানে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমীনুল ইসলমের নেতৃত্বে মোবাইল কোর্ট ও সচেতনতা মূলক প্রচারাভিযান পরিচালনা করা হয় । এ সময় বিভিন্ন গণপরিবহনের চালক, যাত্রী, মোটরসাইকেল আরোহী ও পথচারীকে মাস্ক ব্যবহার না করার অপরাধে ১৩ জনকে ৫ হাজার ৬ শত টাকা জরিমানা এবং উপজেলা প্রশাসনের লোগো যুক্ত মাস্ক বিতরণ করা হয়।বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমীনুল ইসলাম বলেন,
করোনা মহামারি রোধে আইন প্রয়োগের চেয়ে আমাদের আরো বেশি সচেতনতা অবলম্বন করতে হবে। করোনা সংক্রামণ এড়াতে অবশ্যই সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে।
এবং সোমবার থেকে লগডাউন কার্যকর করতে সবাইকে সচেতন হতে হবে, অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করেন তিনি।
এ সময় এয়ারপোর্টে থানার এসআই আঃ আলিমসহ সঙ্গীয় ফোর্স এ অভিযানে সহযোগীতা করেন ।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply