প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ১২:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২১, ৭:৪৫ এ.এম
ভাসানচরে নির্বাচনি ইস্যুতে বিএনপি নেতার সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার প্রতিপক্ষ।

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজীর হাট থানাধীন ভাষানচর ইউনিয়নের ঝর্ণাভাঙ্গা এলাকায় দু'পক্ষের সংঘর্ষে প্রায় অর্ধশত লোক আহত হয়েছে বলে জানা যায়। গত ২'রা এপ্রিল শুক্রবার আনুমানিক সন্ধ্যা ০৭ টায় ঝর্ণাভাঙ্গা স্কুলের সামনে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটলে একপর্যায়ে বিএনপির ওয়ার্ড সেক্রেটারি, এলাকার সাবেক মেম্বার কবির বাগের লোকজন ডাঃ মোখলেছ (মেম্বার পদপ্রার্থী)র কর্মীদের উপর হামলা চালায়। হামলায় সরাসরি প্রায় ৮/১০ জন আহত হয়ে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেল থেকেই বিএনপি নেতা কবির বাগের লোকজন এলাকায় ঘোরাঘুরি করতে থাকে এবং পরিকল্পিতভাবে পাশের এলাকা থেকে প্রায় ৪০/৫০ জন ভাড়াটে গুণ্ডা বাহিনী খবর দিয়ে এলাকায় অরাজকতা সৃষ্টি করে প্রতিপক্ষের উপর সন্ত্রাসী হামলা চালায় এ সময় হামলার স্বীকার হয়ে হাসপাতালে ভর্তি হন ১।মোঃ সালাউদ্দীন পিতাঃ মোস্তফা ফরাজী, ২। রুহুল আমীন হাং পিতাঃ আঃ সালাম হাং,৩। মোশাররফ গাজী পিতাঃ রেয়াজ উদ্দীন গাজী, ৪। আলাউদ্দীন গাজী পিতাঃ আমজেদ গাজী, ৫। দেলোয়ার হাং পিতাঃ ফজলু হাং, ৬। মাহফুজা বেগম স্বামীঃ হেলাল উদ্দীন হাং, ৭। মিরাজ ফরাজী পিতাঃ রুহুল আমীন ফরাজী সহ আরো ৩/৪ জন ।
আহত কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, তারা বলেন আমাদের উপর হামলা করছে বিএনপি নেতা কবির বাগের ভাড়া করা লোকজন তাদের মধ্যে -
হাবিব খান,কবির বাগ,নাজেম বাগ,ছগির বাগ,ইউসুফ খান,রাশেদ খান,আনোয়ার বাগ, আরিফ বাগ, শাকিল বাগ, মিলন বাগ, আসিফ বাগ, বজলু হাং, ইব্রাহিম হাং, জাহঙ্গীর হাং, ধলু হাং, ফিরোজ হাং, সুরুজ হাং, ছৈয়া হাং, সাব্বির হাং, ইউসুফ হাং, মোসলেম খান, হেলাল খান, মামুন খান, শাজাহান হাং, বজলু প্যাদা, রেজাউল খান, রায়হান খান, নূরুল ইসলাম হাং সহ আরো ১০/১৫ জন মিলে আমাদের উপর হামলা করছে এবং আমাদের বসতবাড়ি তে ভাঙচুর করে লুটপাট করে সব নিয়ে যায়।
ভুক্তভোগী দেলোয়ার হাং আরো বলেন, তারা আমাদের উপর হামলা করে আঃ সালাম হাং বাড়ি, দেলোয়ার হাং এর বাড়ি, ইউনুস গাজী, জব্বার গাজী ও সুফিয়ান গাজীর ঘর ভাঙচুর করে লুটপাট করে সব হাতিয়ে নিয়ে যায়। আমরা থানায় মামলা করেছি যাতে এর সুষ্ঠু বিচার পাই।
এ ব্যাপারে কাজীর হাট থানার ওসিকে মুঠোফোনে কল দিলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন থানায় মামলা হয়েছে যাহার নং ১,২, এবং ২ জন গ্রেফতার করা হয়েছে।
উক্ত বিষয়ে এলাকার মেম্বার পদপ্রার্থী, ফুটবল মার্কার প্রতীকধারী মোখলেছুর রহমান কে কল দিলে তিনি বলেন, আমার লোকজন আওয়ামীলীগের প্রচার প্রচারণায় অংশ গ্রহন করায় ক্ষুব্ধ হয়ে বিএনপি নেতা কবির বাগ লোকজনের উপর অতর্কিত হামলা চালায়।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.