প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ১০:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২১, ৬:০২ পি.এম
মেহেন্দিগঞ্জে ইউপি মেম্বারের বিরুদ্ধে গৃহবধূকে পেটানোর অভিযোগ

বিশেষ প্রতিনিধিঃ
মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের চরলতা গ্রামের এক ইউপি মেম্বারসহ অপরাপর ব্যক্তিদের হাতে অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন সালমা বেগম নামে এক অসহায় গৃহবধূ। এমনকি আহত ওই মহিলাকে হাসপাতালে চিকিৎসা নিতে এবং থানায় অভিযোগ দায়ের করতে ভয়ভীতিসহ নানা প্রতিবন্ধকতা সৃষ্টিরও অভিযোগ করা হয়েছে আহত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় চরএককরিয়া ইউনিয়নের চরলতা গ্রামে। অভিযোগ সুত্রে জানা যায়, সালমা বেগমের স্বামী ঐ এলাকার ইউপি সদস্য মোশাররফ হোসেন'র ডাকে মিছিল মিটিংয়ে অংশ গ্রহণ না করায় ক্ষিপ্ত হয়ে মেম্বার নিজ হাতে পিটিয়ে আহত করেন সালমা বেগমকে। স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গকে মৌখিকভাবে অভিযোগ করেছেন বলে ভিকটিম সালমা বেগম জানান। এ দিকে ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় মেম্বার মোশাররফ হোসেন জোর তদবীর চালিয়ে যাচ্ছেন বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। এ বিষয়ে প্রতিকার পেতে আইনী আশ্রয় নিবেন বলে জানান সালমা বেগম'র স্বামী নান্নু কাজী। এ ব্যাপারে ইউপি মেম্বার মোশাররফ হোসেনের নিকট জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমের নিকট ঐ গৃহবধূকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন। এ বিষয়ে আহত পক্ষে মেহেন্দিগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.