মেহেন্দিগঞ্জে অটো গাড়ীর ব্যাটারীসহ চোর চক্রের দুই সদস্য জনতার হাতে আটক।
আপডেট সময় :
বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
৩১৩
০ বার সংবাদটি পড়া হয়েছে
আবুল হাসেমঃ
মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের উত্তরচর এলাকার হাবিব নক্তীর ছেলে কুখ্যাত চোর রাফসান (২১) ও তার সহযোগী একই এলাকার জসিম রাড়ীর ছেলে কালু (১৯) রাড়ী গতকাল গভীর রাতে উত্তর চর এলাকার জামাল মোল্লার অটো গাড়ী চার্জে থাকা অবস্থায় ৪টি বেটারী খুলে নিয়ে যাওয়ার সময় স্থানীয় তেমুহনী এলাকায় জনতার হাতে আটক হন। স্থানীয় সূত্রে জানা যায়, হাবিব নক্তীর ছেলে রাফসান একজন কুখ্যাত চোর, তার একটি বিশাল চোর চক্র রয়েছে উত্তর চর এলাকায়, প্রায় রাতেই এই এলাকায় চুরি হচ্ছে এমন অভিযোগ এলাকাবাসীর। তাই অতি দ্রুত চোর চক্রের মূল হোতা রাফসানসহ তার সহযোগীদের আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর,এবং এলাকাবাসীর শান্তি বজায় রাখার জন্য চোর মুক্ত এলাকা গড়ার আহ্বান জানিয়েছেন, তার সাথে সাথে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছেন এলাকাবাসী।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply