চট্টগ্রামের বোয়ালখালীতে শেষ পর্যন্ত বন্ধ হল খাল দখল। ২২ মার্চ রবিবার সকালে পশ্চিম শাকপুরা বড়ুয়ার টেক সংলগ্ন খালটি অবৈধ দখলদারদের হাত হতে উদ্ধার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) তাহমিনা আকতার।
জানাযায় শাকপুরা ইউনিয়নের পশ্চিম শাকপুরা বড়ুয়ার টেক সংলগ্ন চট্টগ্রাম কক্সবাজার আরকান সড়কের পশ্চিম পাশের সরকারি খালটি অবৈধভাবে দখল করে গত কয়েকদিন ধরে গোপনে ওয়াল নির্মাণ করে আসছিল ফিগো ফ্যাশন নামের একটি প্রতিষ্ঠান।
এলাকাবাসী মৌখিকভাবে বাধা দিলে ও তা অগ্রাজ্য করে কাজ চালিয়ে আসছিল এসব অবৈধ দখলদারা। এলাকাবাসীর পক্ষ হতে গোপনে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে সেখানে উপস্থিত হন উপজেলা সহকারি কমিশনার (ভূমি)র নেতৃত্বে প্রশাসনের একটি দল।
অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিক এ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন বোয়ালখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আকতার।
বোয়ালখালী উপজেলা সহকারি কমিশনার ভূমি তাহমিনা আকতার বলেন অনুমোদন ছাড়া ওয়াল নির্মাণ ও খাল দখলের অভিযোগ নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply