এবার বরিশালের সদর রোডস্থ এরিনা হোটেল থেকে ৩০ বছর বয়সি এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মিরন হাওলাদার নামের ওই যুবকের লাশটি রোববার দুপুরে হোটেলের ৬০৮ নম্বর কক্ষ থেকে উদ্ধার করে কোতয়ালি থানা পুলিশ। এর একদিন আগে শহরের নথুল্লাবাদস্থ শরিফ আবাসিক হোটেল থেকে আল আমিন নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশ। একদিনের ব্যবধানে আবাসিক হোটেল থেকে দুটি লাশ উদ্ধারের ঘটনায় জনমনে নানান প্রশ্নের সৃষ্টিসহ আতঙ্ক বিরাজ করছে।
কোতয়ালি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুম্মান জানান, এরিনা থেকে উদ্ধার মিরন হাওলাদারের পরিচয় ইতিমধ্যে নিশ্চিত হয়েছে পুলিশ। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সন্তান। গতকাল শনিবার রাতে তিনি হোটেলটির ৬০৮ নম্বর শিততাপ নিয়ন্ত্রিত কক্ষটি ভাড়া নেন।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply