
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের শেরেবাংলা বাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে এক যুবকে গুরুতর জখম করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) ১১ মার্চ সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত মিঠন খান কে বরিশাল শেবাচিম হাসপাতালের ভর্তি করা হয়েছে। আহতসূত্রে জানা যায়, খয়েরদিয়া এলাকার বাসিন্দা আনসার উদ্দিন সিকদার ও মিঠন খানের পরিবারের সাথে দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল সকালে মিঠন খান শেরেবাংলা বাজারে গেলে স্থানীয় আওয়ামীলীগ নেতা সাইদুল সিকদার এর নির্দেশনায় হামলায় উদ্দেশ্য আগে থেকে অপেক্ষমান তার পিতা আনসার উদ্দিন সিকদার, ছোট ভাই ওবায়দুল সিকদার সহ ৮/১০ জন অজ্ঞাতযুবক দেশীয় অস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে মিঠন খানের উপর হামলা চালায় এবং তার সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। ডাক চিৎকার শুনে স্থানীয়রা মিঠন খান কে উদ্ধার করে বরিশাল শেবাচিমে হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসকরা জানান, মিঠন খানের শরীরে গুরুতর জখম করা হয়েছে।এবিষয়ে বিস্তারিত জানতে, সাইদুল সিকদারের ব্যাক্তিগত মুঠোফোনে একাধিকবার কল দিয়েও সংযোগ পাওয়া যায়নি। আহতের পরিবার জানান, এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। খবর পেয়ে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কোতয়ালী মডেল থানা পুলিশ।
Leave a Reply