হিজলায় গভীর রাতে অগ্নিকাণ্ডে দুটি দোকান ক্ষতিগ্রস্ত।
-
আপডেট সময় :
মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
-
৩২৯
০ বার সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি //
বরিশাল জেলার হিজলা উপজেলায় ২ নং মেমানিয়া ইউনিয়নের চিড়াখোলা মৌলভীর হাট বাজারে গত ০৮/০৩/২০২১ইং রাত আনুমানিক বারোটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে দুটি ব্যবসা প্রতিষ্ঠানের একটি মুদির দোকান ও একটি জুতার দোকান পুরোপুরি এবং একটি ফার্মেসি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

উক্ত বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী সূত্রে জানা যায় রাত আনুমানুক বারোটার সময় স্থানীয় ব্যবসায়ী আমজাদ মিজীর ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেখতে পায় তখন তাদের ডাকচিৎকার আশেপাশের লোকজন ও এলাকাবাসী দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
যতক্ষণ আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে ততক্ষণে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
কিন্তু মহান আল্লাহর মেহেরবানীতে আগুন পার্শ্ববর্তী ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে যাওয়ার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তবে কি কারণে আগুন লেগেছে এই ব্যাপারে একেক জন একেক মন্তব্য প্রদান করেছে।

অনেকে বলেছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত আবার কেউ ধারনা করেছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
তবে কি কারণে আগুনের সূত্রপাত হতে পারে এই ব্যাপারে এখনো সঠিক তথ্য প্রমাণ পাওয়া যায়নি।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত আমজাদ মীয়াজির ছেলে জয়নাল মীয়াজি র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে।
তিনি এ প্রতিবেদককে জানান আমরা রাত দশটার সময় দোকান বন্ধ করে বাসায় চলে আসছি।
পরে রাত আনুমানিক দেড়টা সময় আমার ফোনে কল দিয়ে কেউ একজন বলছে যে তোমাদের দোকানে আগুন লেগেছে।
তখন আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি এসে দেখি আগুনের লেলিহান শিখার কাছে আমরা পরাস্ত।
স্থানীয়দের সহায়তায় এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসলেও কিছুই রক্ষা করতে পারিনি আমাদের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।
এতে নগদ টাকাসহ ক্ষতির পরিমাণ আমাদের প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকা।
জয়নাল মিয়াজী আরও বলেন আমরা তো দোকানে রাত্রে থাকি না মশার কয়েল আসবে কোথা থেকে।
তবে কি কারণে আগুন লেগেছে সেটা এখন বলা সম্ভব নয় হয়তো পরিকল্পিতভাবে কেউ এ ঘটনা ঘটিয়েছে বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে সেটা তদন্ত করলে বলতে পারব।
অগ্নিকাণ্ডের ঘটনায় পার্শ্ববর্তী ডাক্তার আব্দুল জলিলের ফার্মেসি ও ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়রা তালা ভেঙ্গে উক্ত ফার্মেসির মালামাল দ্রুত সরিয়ে নেওয়ার সময় অনেক মালামাল ভেঙ্গে এবং আগুনের কালো ধোঁয়ার কারণে অনেক ঔষধ ক্ষতিগ্রস্ত হয়েছে এতে আব্দুল জলিল ডাক্তারের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
Like this:
Like Loading...
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply