আসন্ন ইউপি নির্বাচনে ২নং মেমানিয়ায় প্রচার প্রচারণায় এগিয়ে মোখলেছুর রহমান।
আপডেট সময় :
মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
৩৫৮
০ বার সংবাদটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক //
আসন্ন ইউনিয়ন পরিষ্যদ নির্বাচনে সবকিছু ঠিক থাকলে বরিশাল জেলার হিজলা উপজেলায় চারটি ইউনিয়নে আগামী ১১ ই এপ্রিল নির্বাচন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
হিজলা উপজেলা মেঘনা নদী বেষ্টিত ২নং মেমানিয়া ইউনিয়নে ভাড়ইয়া বাউশিয়া এবং পশ্চিম দেবুয়া এলাকা নিয়ে গঠিত ৬নং ওয়ার্ড। উক্ত ওয়ার্ডে আগামী ইউপি নির্বাচনের মেম্বার পদপ্রার্থী মোঃ মোকলেছুর রহমান প্রচার-প্রচারণা ও জনসমর্থনে সবার শীর্ষে।
উক্ত ইউনিটিতে একাধিক প্রার্থী থাকলেও সবার এগিয়ে মখলেছুর রহমান এমনটি জানিয়েছেন উক্ত ওয়ার্ডের সাধারণ ভোটাররা।
এ ব্যাপারে তথ্য সংগ্রহ করতে গিয়ে এলাকাটির বিভিন্ন পাড়া-মহল্লায় চায়ের দোকানে হাটে-বাজারে এবং সাধারণ কৃষক ও জেলেদের সাথে আলাপকালে তারা বলেন।
সম্ভাব্য প্রার্থী মোকলেছুর রহমান শিক্ষিত মেধাবী ও সাদা মনের একজন মানুষ।
তিনি দল-মত নির্বিশেষে সকলের সাথেই হাসিখুশি মিলেমিশে থাকেন।
তিনি আমাদের এলাকারই সন্তান তার ভিতর নেই কোন হিংসা বিদ্বেষ পাশাপাশি তিনি একজন ধার্মিক ও বটে।
তাছাড়া তিনি বিগত দিনে একজন জনপ্রতিনিধি না হয়েও আমাদের সার্বিক খোঁজ-খবর ভালো মন্দে সব সময় আমাদের পাশে ছিলেন।
এবং অনেক উন্নয়নমূলক কর্মকান্ড নিজেকে শামিল করেছেন।
সর্বপরি নির্বাচন এখনো কিছুটা সময় বাকি যদি তিনি প্রার্থি হন আমরা এলাকার সাধারন ভোটাররা তাকে ভোট দিয়ে জয় যুক্ত করব ইনশাআল্লাহ।
এ ব্যাপারে সম্ভাব্য প্রার্থী মোকলেছুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি আমাদের জানিয়েছেন,
আমি এলাকার সন্তান আমার বাড়িরও এই এলাকায়। যদিও আমার একটি রাজনৈতিক পরিচয় আছে সেটা আমার রাজপথে। কিন্তু আমার এলাকায় আমি দলমত নির্বিশেষে সকলের সাথে মিলেমিশে থাকি এবং ভবীষ্যতেও থাকাব।
তাছারা বিপদে, আপদে কিংবা প্রকৃতিক দুর্যোগেও আমি সবসময় তাদের পাশে ছিলাম।
কোন অন্যায় আনিয়মের সাথে আমি নিজেকে কখনও জড়াইনি।
তাই আমি শতভাগ আশাবাদী শান্তিপূর্ণভাবে নির্বাচন সমাপ্ত হলে আমি বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাল্লাহ।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply