প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ১০:০০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২১, ৭:১৭ এ.এম
আশুলিয়ায় লক্ষাধিক টাকা মূল্যের হেরোইন ও ইয়াবা জব্দ করলো এসআই হারুনুর রশিদ
![]()
স্টাফ রিপোর্টার মোঃ ইখলাছুর রহমানঃ
ঢাকার আশুলিয়ায় লক্ষাধিক টাকা মূল্যের হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ মার্চ) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ। এরআগে শুক্রবার (৫ মার্চ) রাত সোয়া ১০ টার দিকে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড সংলগ্ন বিসমিল্লাহ হোটেলের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ঢাকা জেলার আশুলিয়া থানার মধ্য গাজীরচট এলাকার মৃত নূর হোসেনের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩২) ও বাগেরহাট জেলার কচুয়া থানার মসনি গ্রামের মোবারক হোসেনের ছেলে মো. মনির হোসেন (২৫)। অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই আসামী পালিয়ে যায়। পলাতকরা হলো- আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকার এছাক আলীর ছেলে মো. নুরুল ইসলাম (৩৫) এবং আশুলিয়ার চিত্রশাইল কান্দার মোড় এলাকার মো. আল আমিন (৩৬)।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, শুক্রবার রাতে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় মাদকদ্রব্য কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পরে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪১ পিস ইয়াবা ও ৫০৩ পুরিয়া হেরোইন জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ হাজার ৩০০ টাকা এবং জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬০০ টাকা। পলাতক দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই চৌকস কর্মকর্তা।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.