প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ৮:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২১, ৭:২৮ পি.এম
বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে বইয়ের বিনিময়ে বই।
![]()
রাজিব তাজ //
বই মানুষের অন্তর চক্ষু খুলে দেয়, বই মানুষকে উজ্জীবিত করে, বই মানুষের খুব ভালো বন্ধু। তেমনই বইর সাথে বন্ধুত্ব সম্পর্ক আরো দৃঢ় করতে বরিশাল জেলায় এক অভিনব পদ্ধতিতে বই বিনিময় প্রথার শুরু করেন বি এম কলেজের মির্জা মিম্পি ও মোঃ সুমন এবং হাতেম আলী কলেজের শিক্ষার্থী মোঃ মাহাফুজ।
দুই দিনব্যাপী এই কর্মসূচিতে বই বিনিময় করে পড়ার সুযোগ পাবেন পাঠকরা।

শুক্রবার বিকেল ৫টার দিকে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এই কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহম্মেদ।
গ্রন্থদ্বীপ নামের একটি সংগঠন এই আয়োজন করেছে। প্রথম পর্যায়ে দুই হাজার বই সংগ্রহ করা হয়েছে। এই বইগুলো থেকে পাঠক নিজের পছন্দমতো একটি বই পড়তে পারবেন তার নিজের একটি বইয়ের বিনিময়ে।

গ্রন্থদ্বীপের এক সদস্য মাহফুজ রায়হান বলেন, ‘সাধারণ মানুষকে বই পড়তে উদ্বুদ্ধ করতেই আমদের এই উদ্যোগ। সংগঠনের সদস্যসহ কয়েকজনের কাছ থেকে আমরা দুই হাজার বই সংগ্রহ করেছি। অনেকের বাসায় অনেক বই রয়েছে যেগুলো পড়া হয় না। এমন বইগুলো বিনিময় করে এখান থেকে তাদের পছন্দের বই নিতে পারবেন।’
অনেক পন্থা থাকার পরেও এমন বই বিনিময় করার চিন্তা আসলো কিভাবে? এই প্রশ্নের জবাবে মির্জা মিম্পি বলেন, আমি বই পড়তে ভালবাসি, তাই আমিও চাই, বই পড়া সবাই অভ্যাসে পরিনত করুক এবং দেশ, সমাজ ও জাতি গঠনে সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক।
শেখ সুমন নামের আরেক সদস্য বলেন, ‘আমাদের সদস্যদের পাশাপাশি অনেক পাঠক ও শুভাকাঙ্ক্ষীরা বই দিয়ে সহযোগিতা করেছেন। আশা করছি, অনেক বইপ্রেমীর সমাগম হবে এই কর্মসূচিতে।’

বই নিতে আসা নগরীর সরকারি ব্রজমোহন কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী রুপা আমান বলেন, ‘ফেসবুকের মাধ্যমে গ্রন্থদ্বীপের এই বই বিনিময়ের আয়োজন দেখে এখানে এসেছি। আমার কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে বেলা ও হুমায়ন আহম্মেদের ভূত সমগ্র ছিল। সেগুলো দিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দুটি উপন্যাস নিয়েছি।’
এছাড়াও গ্রন্থদ্বীপের মারজান, আল আমিন , ইমতিয়াজ, শামীম, মুয়াজ, ইমন, মেহেদি, কৃতিত্ব সহ আরো অনেক স্বেচ্ছাসেবী উপস্থিত থেকে আজকের এই অনুষ্ঠান বাস্তবায়ন করেন।
কর্মসূচির দ্বিতীয় দিন শনিবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে এ বই বিনিময়ের অনুষ্ঠান।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.