হিজলায় গরু চোর বোবা রত্তনের আস্তানায় পুলিশের অভিযান। ৭৪ টি চোরাই গরু ও মহিষ উদ্ধার।
আপডেট সময় :
শুক্রবার, ৫ মার্চ, ২০২১
২৫৮
০ বার সংবাদটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি //
হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের মাটিয়ালা এলাকায় গতকাল বৃহস্পতিবার পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৭৪ টি গরু ও মহিষ উদ্ধার করেছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, চিহ্নিত আন্তঃজেলা গরু চোরের সর্দার, হত্যা, ডাকাতি, চুরি নারী নির্যাতনসহ অর্ধশতাধিক মামলার আসামি রত্তন রাড়ী ওরফে বোবা রতন এর আস্তানায় অভিযান চালায় বরিশাল ডিএসবি ও অপরাধ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান হোসেন।
এসময় গরুচোর চক্রের সর্দার রত্তন রাড়ীর বিভিন্ন আস্তানায় অভিযান চালিয়ে ছোট-বড় ৩৪ টি গরু ও ৪০ মহিষ এবং রত্তন রাড়ীর সহযোগী শাহজাহান রাড়ী কে আটক করতে সক্ষম হয়।
অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন এর নেতৃত্বে অভিযানে অংশগ্রহণ করেন সহকারি পুলিশ সুপার মতিউর রহমান, হিজলা থানা অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার, ডিবি পুলিশ ইন্সপেক্টর, হিজলা থানা পুলিশ ইন্সপেক্টর তারিকুল হাসান, ডিবি পুলিশ সদস্য সহ পুলিশের বিভিন্ন শাখার ৪০/৫০ জন পুলিশ। এছাড়াও পরে হিজলা থানার পুলিশ অভিযানে অংশ গ্রহণ করে।
স্থানীয়রা বলছে এই অভিযান অব্যাহত থাকলে সাধারণ মানুষ নির্দ্বিধায় ওই চর অঞ্চলে বসবাস করতে পারবে আর যদি থেমে যায় তাহলে আবারও বোবা রত্তনের ছোবল থেকে কেউ বাচতে পারবেনা।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply