বরিশালের গৌরনদীতে আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত হয়।গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহি অফিসার জনাব বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাখাওয়াত হোসেন, গৌরনদী উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি ও বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন এইড”র নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামী, সাধারণ সম্পাদক ও সিসিডিবির এলাকা ব্যবস্থাপক ডেনিস মারান্ডি, সাংগঠনিক সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, নিউ পোস্ট ফাউন্ডেশনের সভাপতি চন্দ্রশেখর দাস, দেশবাংলা সংস্থার লোকমান হোসেন রাজু , জাগরণী চক্র ফাউন্ডেশনের বিশ্বজিত রায়, ব্রাকের মোহাম্মদ মহসীন আলী, ডাক দিয়ে যাই সংস্থার দীপঙ্কর শীল প্রমুখ। সভার প্রথমে উপজেলা নির্বাহি অফিসার জনাব বিপিন চন্দ্র বিশ্বাসকে উপজেলা এনজিও সমন্বয় পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply