জমকালো উৎসবে পালিত হলো সাংবাদিক রাজিব তাজ’র জন্মদিন।
আপডেট সময় :
বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
২৪১
০ বার সংবাদটি পড়া হয়েছে
আবুল হাসেম //
আজ তোমার জন্মদিন, জীবন হোক তোমার রঙ্গীন, সুখ না হয় বিলীন, দুঃখ যেন না আসে কোনদিন, শুভযেন জন্মদিন।
মা কে অনেক কষ্ট দিয়ে আজকের এই দিনে এই দুনিয়া এসেছিলে তুমি, তোমার মা হেসেছিলো, কেঁদেছিলে তুমি। এই হলো পৃথিবীতে এমন একটি দিন, যে দিনে ছেলের কান্না দেখে মা হাসে।
বলছিলাম বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাবা মায়ের যোগ্য সন্তান রাজিব তাজ ’র কথা।
রাজিব তাজ লেখাপড়া চলা অবস্থায় নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক কষ্টের মাঝ দিয়ে ও তার নিজে ব্যবসায়ী কাজে জড়িত হয়ে পরেন এবং মিডিয়া জগতে প্রবেশ করেন। বর্তমানে রাজিব তাজ, দৈনিক একুশের সময় অনলাইন নিউজ পোর্টালে সম্পাদক’র দ্বায়িত্ব পালন করছেন। এবং দৈনিক সত্য সংবাদ এর যুগ্ম বার্তা সম্পাদক’র দ্বায়িত্ব পালন করেছেন।
আজ সন্ধ্যা ০৮ ঘটিকায় পাতারহাট বন্দরের খান ফুড কর্ণার(কেএফসি) তে কেক কেটে জন্মোৎসব পালন করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন দৈনিক সত্য সংবাদ’র সম্পাদক এস এম রাকিবুল হাছান (ফয়সাল রাকিব), নির্বাহী সম্পাদক ও মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিট’র সভাপতি ইউসুফ আলী সৈকত, রিপোর্টার্স ইউনিট’র সাধারণ সম্পাদক মোঃ তাজেম আলী, খান ফুড কর্ণার’র সত্ত্বাধিকার মিরাজ খান, দৈনিক একুশের সময়’র বার্তা সম্পাদক মোঃ আবুল হাসেম, বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন’র সিনিয়র এডমিন সাজ্জাদ হোসেন শোয়েব, সিনিয়র মডারেটর শামীম গাজী, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাজি নাহিদ চপল, আবু বকর, মাহাবুব আলম বিহাদ, মাহাফুজ ভুইয়া, আহমেদ ইমন, আহমেদ আকিব, হাসান মেহেদি, সৌরভ, আবুল হোসেন, জিবরান ফুয়াদ, তানভীর।
রাজিব তাজ সকলের কাছে দোয়া চেয়েছেন, এবং জীবনের বাকি সময় গুলো যেনো এভাবে সবাইকে নিয়ে হাসি আনন্দে কাটাতে পারেন, সেই প্রত্যাশি।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply