ভাসানচরে পৌঁছলেন আরও ২ হাজার রোহিঙ্গা উন্নত জীবন ও ভালো থাকার প্রত্যাশা তাদের
-
আপডেট সময় :
মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
-
২৯৪
০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক //
কক্সবাজারে আশ্রয় নেওয়া আরও দুই হাজার ১০ জন রোহিঙ্গা ভাসানচরে পৌঁছেছেন। সোমবার সকাল পৌনে ১০টায় চট্টগ্রামের বোট ক্লাব থেকে নৌবাহিনীর পাঁচটি জাহাজে করে তাদের নিয়ে যাওয়া হয়। দুপুর দেড়টার দিকে তারা ভাসানচর গিয়ে পৌঁছান বলে নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মোজাম্মেল হক জানিয়েছেন। এ নিয়ে এ পর্যন্ত আট হাজার ৬৯৮ জন রোহিঙ্গা ভাসানচরে স্থানান্তরিত হলেন।
নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মোজাম্মেল হক জানান, এটি চতুর্থ ধাপের প্রথম অংশ। কাল (আজ মঙ্গলবার) আরও এক হাজার ৬০০ রোহিঙ্গার ভাসানচরে যাওয়ার কথা রয়েছে। এজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চতুর্থ দফায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয়শিবির থেকে তিন হাজার ৬০০ রোহিঙ্গার ভাসানচর যাওয়ার কথা। রোববার কক্সবাজার থেকে চট্টগ্রামে পৌঁছান দুই হাজার ১৪ জন রোহিঙ্গা। এর মধ্যে দুই হাজার ১০ জনকে পাঠানো হয়। রোববার দুপুরে কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে প্রথম দফায় ২২টি গাড়িতে এক হাজার ১৫২ জনকে চট্টগ্রামে পাঠানো হয়। একই দিন বিকেলে দ্বিতীয় দফায় ১৭টি গাড়িতে পাঠানো হয় আরও ৮৬২ জনকে। চট্টগ্রামে পৌঁছলে রাতে তাদের নগরীর পতেঙ্গা এলাকার বিএএফ শাহীন কলেজে রাখা হয়। সোমবার সকাল ৭টা থেকে নৌবাহিনীর জাহাজে তোলা শুরু হয় ভাসানচরগামী রোহিঙ্গাদের। বাক্সপেটরা ও সন্তান-সন্ততিসহ যার যা সম্বল তাই নিয়ে রোহিঙ্গা পরিবারগুলো নৌবাহিনীর জাহাজে ওঠে। এ সময় তাদের অনেকের মধ্যে দেখা গেছে আনন্দ-উচ্ছ্বাস।
রহিমা আক্তার নামে এক রোহিঙ্গা গৃহিণী বলেন, ‘পাঁচ সদস্যের পরিবার নিয়ে কষ্টে দিন কাটাচ্ছিলেন কক্সবাজারের আশ্রয় শিবিরে। এরই মধ্যে যারা ভাসানচরে গেছেন, তাদের কাছ থেকে সেখানকার সুযোগ-সুবিধার কথা শুনে যেতে আগ্রহী হই। একটু ভালো থাকার আশায় ভাসানচর যাচ্ছি।’
এর আগে গত ৪ ডিসেম্বর প্রথম দফায় এক হাজার ৬৪২ রোহিঙ্গা ভাসানচরে স্থানান্তর হয়। এরপর ২৮ ডিসেম্বর দ্বিতীয় দফায় এক হাজার ৮০৪ জন এবং গত ২৯ ও ৩০ জানুয়ারি তৃতীয় দফায় তিন হাজার ২৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়।
ভাসানচর আশ্রয়ণ প্রকল্প (প্রকল্প-৩) উপ-পরিচালক কমান্ডার মো আনোয়ারুল কবির মুঠোফোনে বলেন, চতুর্থ দফার (প্রথম দিনে) নৌবাহিনী পাঁচটি জাহাজ করে দুই হাজার ১৪ জন সোমবার দুপুরে ভাসানচরে পৌঁছেছেন। কক্সবাজারের উখিয়া ও টেকনাফ থেকে আসা রোহিঙ্গাদের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার পাশাপাশি আনুষ্ঠানিকতা শেষ করে তাদের স্ব-স্ব ঘর বুঝিয়ে দেওয়ার কাজ চলছে। আর সোমবার যারা উখিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছেন তারা মঙ্গলবার সকালে চট্টগ্রাম থেকে ভাসানচরে রওনা দেবেন। উল্লেখ্য, সোমবার দুপুর দেড়টার দিকে উখিয়া থেকে ২০টি বাসে করে ৮৭৯ জন রোহিঙ্গা চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। রাতে চট্টগ্রামে অবস্থানের পর আজ তাদের ভাসানচরের উদ্দেশে রওনা দেওয়ার ক
Like this:
Like Loading...
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply