জিয়ার খেতাব বাতিলের উদ্যোগ বরিশাল ছাড়া সব মহানগর ও জেলায় বিক্ষোভ বুধবার
আপডেট সময় :
সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
১৯০
০ বার সংবাদটি পড়া হয়েছে
অনলাইন ডেস্ক //
জিয়াউর রহমানের বীর-উত্তম খেতাব বাতিলের উদ্যোগের প্রতিবাদে আবারও বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি। বরিশাল বিভাগ ছাড়া দেশের সব মহানগর ও জেলায় বুধবার এ কর্মসূচি পালিত হবে। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন রোববার বিকালে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির শনিবারের বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়। এতে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম উপস্থিত ছিলেন।
খন্দকার মোশাররফ বলেন, জাতীয় স্থায়ী কমিটির সভায় স্বৈর ও মাফিয়াতন্ত্র পতনের দাবিতে এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর-উত্তম খেতাব বাতিলের সরকারি অপচেষ্টার প্রতিবাদে বুধবার বরিশাল বিভাগ ছাড়া সারা দেশে মহানগর ও জেলায় প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভের কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ১৮ ফেব্রুয়ারি বরিশাল সদরে আয়োজিত সমাবেশে দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply