বসন্ত ফুল গাথলো আমার জয়ের মালা, বইল প্রানে দখিন হাওয়া-আগুন-জ্বালা। আজ ১৪ ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যা ৬ টায় জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি বরিশালের আয়োজনে নগরীর সার্কিট হাউজ বরিশালে বসন্ত উৎসব ১৪২৭ উদযাপিত হয়। বসন্ত উৎসবে প্রধান আতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল ড. অমিতাভ সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী এমপি সৈয়দা রুবিনা আক্তার মিরা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরিশাল মোঃ আবদুর রাজ্জাক, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোহাম্মাদ হোসেন চৌধুরী, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এস এম ইকবাল, বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিক, সভাপতি বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব কাজী আবুল কালাম আজাদ, শিক্ষাবিদ অধ্যাপিকা শাহ সাজেদা, জেলা কালচারাল অফিসার মোঃ হাসানুর রশীদ মাকসুদ, প্রাবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, প্রদান শিক্ষক (ভারপ্রাপ্ত) শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় বরিশালে পাপিয়া জেসমিন, সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবিরসহ শিল্পকলার শিল্পীরা উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা বসন্ত উৎসব ২০২১ উপলক্ষ্যে এক আলোচনা সভায় অতিথিরা বক্তব্য প্রদান করেন। পরে সেখানে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply