মুলাদী পৌর নির্বাচনে সতন্ত্র মেয়র প্রার্থীর কর্মী সভা জনসভায় পরিনত
-
আপডেট সময় :
শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
-
২২৮
০ বার সংবাদটি পড়া হয়েছে

তানজিমুন রিশাদ ।।
মুলাদী পৌরসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে ভোট প্রার্থনা ও গনসংযোগ চলছে
প্রতিটি ওয়ার্ডে। গতকাল সকাল থেকে মুলাদী পৌরসভা বিভিন্ন ওয়ার্ডে চলছে
কর্মী সভা। গতকাল সকাল ১১ টায় মুলাদী পৌরসভার ৩নং ওয়ার্ডের মৃধা বাড়ীতে
মোবাইল প্রর্তীকের কর্মী সভাটি জনসভায় পরিনত হয়েছে। সময় যত বেড়ে চলছিল
ততই লোক সমাগম ও স্থানীয় সাধারণ জনগন মোবাইল মার্কার সমর্থনে জনসভায় যোগ
দেন। বেলা ১২ টায় উপজেলা আওয়ামীলীগ থেকে বহিস্কার হওয়া ৬ জন পদধারী নেতা
মোবাইল মার্কার সমর্থনে জনসভায় যোগ দেন। এবং সকলের কাছে ১৪ই ফেব্রয়ারী
মুলাদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোবাইল মার্কাকে ভোট দেওয়ার অঙ্গীকার
করেন। এসময় মোবাইল মার্কার মেয়র প্রার্থী মোঃ দিদারুল আহসান খান বলেন
দীর্ঘদিনের আওয়ামী লীগের দুর্দিনের কান্ডরি ও পরীক্ষিত সৈনিক ও দলের
জন্য কাজ করছি। তিনি রাজনীতির যোগ-বিয়োগে দলের মনোনয়ন বঞ্চিত হয়ে জনগণের
ভালোবাসা নিয়ে এ বারের নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে
মাঠে থাকবেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনপ্রিয়। তিনি প্রচার
প্রচারণায় এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।দিদারুল আলম খান জানান, ভোটাররা
তাদের মতামতের ভিত্তিতে আমাকে আমার মোবাইল মার্কায় রায় দিলে পৌরবাসীকে
একটি আধুনিক মডেল পৌরসভা উপহার দেওয়া হবে। গনসংযোগ আর উঠান বৈঠক করে
ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি। এ মুহুর্তে তিনি জনপ্রিয়তার
শীর্ষে রয়েছে আগামী১৪ ফেব্রুয়ারি মোবাইল প্রতীকে সাধারন ভোটারদের
সুচিন্তিত রায় নিয়ে জনসেবা করতে চান স্বতন্ত্র প্রার্থী দিদারুল আহসান
খান।
ভোটাররা বলছেন, অবহেলিত নদীবেষ্টিত পৌরবাসীকে যে প্রার্থী নাগরিক সুবিধা
ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন তার পক্ষেই ভোটের রায় দিবেন। এ জন্যই
যোগ্য প্রার্থীকেই খুজছেন তারা। এলাকার উন্নয়নের হিসেব-নিকেশ করছেন
ভোটাররা।
স্বতন্ত্র প্রার্থী দিদারুল আহসান খান তার কর্মী-সমর্থকদের নিয়ে রাত-দিন
মোবাইল প্রতীক নিয়ে প্রচার-প্রাচারনা ও উঠান বৈঠক করছেন। তার কর্মীদের
সু-সংগঠিত করে তাদের নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। ভোটারদের
বাড়ি বাড়ি গিয়ে ভোট ভোট চাইছেন দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এ বিষয়ে মুলাদী
পৌরসভার স্বতন্ত্র প্রার্থী মোঃ দিদারুল আহসান খান বলেন, ১৪ ফেব্রæয়ারি
সমাজ গড়বো। পৌরবাসীর সেবার মান বৃদ্ধির পাশাপাশি জনকল্যানে কাজ করতে
চাই।তিনি আরো জানান, আমার প্রতিপক্ষ প্রার্থী মোবাইল প্রতীকের জনসমর্থনে
ঈর্ষান্বিত হয়ে পোস্টার ফেস্টুন ছিড়ে ফেলেছেন এবং আমাকেসহ সাধারণ
ভোটারদের ভয়প্রতি প্রদর্শন ও মারধরের হুমকি দিচ্ছেন। ইভিএমে ভোটে জয়ের
ব্যাপারে আশাবাদি বলেও জানান তিনি। গনসংযোগেও বাধা প্রদান করছেন।
Like this:
Like Loading...
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply