প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৪:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২১, ৩:০৩ পি.এম
মেহেন্দিগঞ্জ পৌরসভার ০৬ নং ওয়ার্ডে মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠান।
![]()
নিজস্ব প্রতিবেদক //
মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচনে ব্রীজ প্রতীক নিয়ে মোঃ সাইদুর রহমান মনির জয়ী হওয়ার পর ০৬ নং ওয়ার্ডের জনগণের মধ্যে যেনো আনন্দের জোয়ার বইছে।
আজ শুক্রবার বাদ জুম'আ ০৬ নং খরকী ওয়ার্ডের সকল জামে মসজিদে মোঃ সাইদুর রহমান মনির'র উদ্যোগে এলাকায় শান্তি বিরাজমান উপলক্ষে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
উল্লেখ্য খরকী কুয়েতী জামে মসজিদ, দিঘীর পার জামে মসজিদ, খন্দকার বাড়ি জামে মসজিদ, আর সি কলেজ জামে মসজিদ, নিজাম চেয়ারম্যান বাড়ি'র জামে মসজিদ সহ আরো ৪ টি জামে মসজিদে এই দোআ মোনাজাতের আয়োজন করা হয়৷
এলাকাবাসী জানায় আমরা আমাদের পছন্দের মানুষকে আমাদের নেতা হিসেবে পেয়েছি, তাই আমরা তার জন্য সবাই দোয়া করি, সে যেনো এলাকার উন্নয়ন থেকে শুরু করে অসহায়'র পাশে দাঁড়িয়ে সকল কর্মকাণ্ড করেন এবং তার দীর্ঘায়ু কামনা করি।
মোঃ সাইদুর রহমান মনির'র বলেন, আমি আপনাদের নেতা না, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, সব সময় যেনো আপনাদের পাশে থেকে কাজ করতে পারি এবং আপনাদের সুখ দুঃখের ভাগীদার হতে পারি সেই দোয়া করবেন।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.