প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ৬:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৮, ২০২১, ৪:০৩ এ.এম
রবি মৌসুমে প্রনোদনা কর্মসুচির আওতায় হাইব্রিড বোরো ধান সমলয়ে চাষাবাদের উপকরণ বিতরণ।
![]()
মো মনিরুল ইসলাম লিমন //
(২৭ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা জামাল হাওলাদারের বাড়ীতে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার #প্রনতি বিশ্বাসের সভাপতিত্বে সভার প্রধান অতিথির বক্তৃতা করেন উজিরপুর উপজেলা পরিষদের জননন্দিত উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার (বাচ্চু।।
বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সাবিনা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ তৌহিদ, শিকারপুর ইউপি চেয়ারম্যান মো: ছরোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি আঃ রহিম সরদার। উপসহকারী কৃষি অফিসার তোফাজ্জেল হোসেন তুহিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ জাকির হোসেন, জয়শ্রী ব্লোকের দায়িত্ব প্রাপ্ত উপসহকারী কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার মাইনুল ইসলাম, শরীফ মোঃ রেজাউল হাসান, হুমায়ুন কবির সিকদার।আরো উপস্থিত ছিলেন স্থানীয় কৃষক এনায়েত হোসেন, ইউনুস, আনোয়ার হোসেনসহ ২ শতাধিক কৃষক-কৃষাণী। এসময় ১০৫ জন কৃষকের মাঝে ৫ হাজার কেজি ইউরিয়া, ২২শত ৫০ কেজি ড্যাপ, ২৫ শত কেজি এমওপি, ২২ শত ৫০ কেজি জিপসাম, ২শত কেজি দস্তা, ১ শত ৫০ প্যাকেট ছত্রাকনাশক ঔষধ বিতরণ করা হয়।।
জয়শ্রী ব্লকে ইতিমধ্যে ৪ হাজার ৫ শত ট্রেতে ৭ হাজার ৩ শত কেজি হাইব্রিড ইস্পাহানি প্রজাতির বোরো ধানের বীজ উৎপাদন করে ৫০ একর জমিতে অত্যাধুনিক ভাবে রাইচ ট্রান্সপ্লান্টার মেশিন দিয়ে একই সময়ে একই জাতের বীজ রোপন করা হয়। শুধু তাই নয় এই ৫০ একর জমির ধান একই সময়ে কম্বাইন্ড হারবেষ্টার মেশিন দিয়ে কর্তন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু বলেন, কৃষকরাই জাতির প্রাণ, তাদের উৎপাদিত ফসলের মাধ্যমে এদেশের মানুষকে সুখে শান্তিতে বসবাস করাচ্ছে। তারা সুখে থাকলে দেশ সুখে থাকবে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.