ব্রীজ প্রতিক পাওয়ার পর পরই প্রচার প্রচরণায় ব্যাস্ত সময় পার করছেন ০৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ সাইদুর রহমান মনির।
হিন্দু মুসলিম বিভেদ ভূলে, অসাম্প্রদায়িক সৃষ্টির লক্ষ্যে সকাল থেকে সন্ধা অবদি মানুষের দ্বারে দ্বারে পৌছে দেন আশ্বাসের বানী। অবহেলিত, নির্যাতিত, নিপিড়ীত ও সুবিদা বঞ্চিতদের পাশে থাকার লক্ষ্যে এবারের নির্বাচনে সকলের দোয়া চেয়েছেন মোঃ সাইদুর রহমান মনির।
সরেজমিনে গিয়ে দেখা যায়, যুবক থেকে বৃদ্ধ, এবং ভোটারদের অধিকাংশই ব্রীজ প্রতিকের জয় দেখতে চায় বলে জানান।
সালেহা খাতুন(৬৩) (ছদ্মনাম) জানান, বিগত দিনে কোন সাহায্য ও সহযোগিতা পান নি তিনি, আগামী তে বেঁচে থাকলে পাবেন বলে আশা ব্যাক্ত করে।
এদিকে নির্বাচনী প্রচার প্রচরণা সম্পর্কে মোঃ সাইদুর রহমান মনির জানান, আমি যদি নির্বাচিত হতে পারি, আমার ওয়ার্ডে অসহায়, সুবিদা বঞ্চিত, অবহেলিতদের পাশে দাড়াবো, তাদের ন্যায্য অধিকার তাদের কাছে পৌঁছে দেবো।
সুষ্ঠু ভোটের বিষয়ে জানতে চাইলে বলেন, এবারের ভোট আল্লাহর রহমতে সুষ্ঠু হবে। সবাই ভোট কেন্দ্রে এসে ভোট দিবেন। কোন ভয় নেই, কেউ ভোট চুরি করতে পারবে না।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply