স্টাফ রিপোর্টার
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১১ থেকে ১৬ গ্রেড কর্মচারী কল্যাণ পরিষদের নবনির্বাচিত সভাপতি হয়েছেন মোঃ ফয়সাল কিবরিয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন আরিফ হোসেন সুমন।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র - শিক্ষক কেন্দ্রে এ নির্বাচন সম্পন্ন হয়। বেলা ৯ টা থেকে ১২ টা পর্যন্ত সুষ্ঠু পরিবেশে ও যথাযথ স্বাস্থ্য বিধি মেনে ভোটগ্রহণ সম্পন্ন হয় বলে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার সুব্রত বাড়ৈ।
আগামী এক বছরের জন্য নির্বাচিত এ কমিটির সহ - সভাপতি পদে মোঃ সহিদুল ইসলাম এবং কার্যকরী সদস্য পদে মোঃ সাইদুজ্জামান, সাইফুল ইসলাম ও গোলাম কিবরিয়া জয়যুক্ত হন।এছাড়া ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটির বাকি ৯টি পদে বিনাপ্রতিদ্বন্দীতায় জয়ী হয়েছেন অংশগ্রহণকারীরা। ##
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.