সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ডে প্রচারে ব্যাপক সাড়া পায় রাজমানা।
আপডেট সময় :
বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
১৩৩
০ বার সংবাদটি পড়া হয়েছে
রাজিব তাজ //
নির্বাচনী হাওয়া যতোই ঘনীভূত হতে থাকে, ততোই যেনো প্রার্থী যাচাই বাচাইয়ের সমীকরণ সহজ হতে থাকে।
নির্বাচনী এলাকায় অটোরিকশা প্রতীক নিয়ে প্রচারণায় গেলে রাজমানা ইসলাম ব্যাপক সাড়া পেয়ে আনন্দিত।
রাজমানা ইসলাম জানান, মুক্তিযোদ্ধার নাতনী, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতির মেয়ে ও রিপোর্টার্স ইউনিট’র সভাপতি’র সহধর্মিণী হিসেবে সবাই খুব পরিচিত বলে সাদরে গ্রহণ করে নেয়।
অটোরিকশা প্রতীকে দোয়া চাওয়ার পর ভোটারদের প্রতিক্রিয়া জানতে চাইলে রাজমানা ইসলাম জানান, আল্লাহর অশেষ রহমতে ও সকলের দোয়ার বরকতে এবারের নির্বাচনে জয় লাভ করার সম্ভাবনা রয়েছে।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply