প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ২:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২১, ১০:০০ এ.এম
সকলের ভালোবাসায় সিক্ত ০৬ নং ওয়ার্ডের মনির।
![]()
শামীম গাজী //
প্রতীক পাওয়ার পর পরই নির্বাচনের মাঠে প্রার্থীদের দৌড়ঝাঁপ দেখা যায়।
ভিন্নতা নেই ০৬ নং খরকি ওয়ার্ডের ব্রীজ প্রতীক নিয়ে নির্বাচন করা প্রার্থী মোঃ সাইদুর রহমান মনির'র মাঝে।

প্রতীক পাওয়ার পর পরই নির্বাচনী এলাকায় ভোটা চাইতে যাওয়ার পর দেখা যায় বয়স্ক থেকে শুরু করে যুবক বয়সী সকলেই সাদরে গ্রহণ করে নিয়েছে এবং আগাম শুভেচ্ছা বার্তা জনিয়েছে। পিছিয়ে নেই নারী ভোটারদের কাছ থেকেও।
সাইদুর রহমান মনির বলেন, সকলে আমাকে এতো সুন্দর ভাবে গ্রহন করবে, তা ভাবতে পারি নি। আমি সকলের ভালোবাসায় সিক্ত। সকলের নিকট ব্রীজ প্রতীকে দোয়া চেয়েছেন সাইদুর রহমান মনির।

প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.