জেলার গৌরনদী উপজেলা হাসপাতালের সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মহৎপ্রান চিকিৎসক প্রয়াত দাস রনবীরের দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে নাগরিক শোক সভা ও ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে নাগরিক শোকসভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, ইউপি সদস্য মিজানুর রহমান প্রমুখ। শেষে গরীবের ডাক্তার খ্যাত দাস রনবীরের ভাস্কর্য উন্মোচন ও রনবীর চত্বরের উদ্বোধণ করেন অতিথিরা। এসময় প্রয়াত চিকিৎসকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply