প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ১০:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১০, ২০২১, ১:২০ পি.এম
মেহেন্দিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত অফিসার ইনচার্জ’র শুভেচ্ছা বিনিময়
![]()
নিজস্ব প্রতিবেদক //
মেহেন্দিগঞ্জে সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম এর সাথে মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব,মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি ও মেহেন্দিগঞ্জ সম্মিলিত সাংবাদিক পরিষদ এর সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত।
নবাগত অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম এর আমন্ত্রনে রবিবার সকাল ১১টায় মেহেন্দিগঞ্জ থানা কম্পাউন্ডে এই সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মমিন উদ্দিন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নবাগত (ওসি) মোঃ আবুল কালাম উপস্থিত সাংবাদিকদের সাথে মাদক,সন্ত্রাস, বাল্যবিবাহ সহ আইনশৃংখলা রক্ষার জন্য সার্বিক সহযোগিতার চান। এ ছাড়াও তিনি পেশাগত দায়িত্ব পালনে সচেষ্ট ভূমিকা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানান।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাবেক সভাপতি আঃ রাজ্জাক, সাবেক সভাপতি জাহিদুর বারী খোকন, মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইউসুফ আলী (সৈকত), সাধারন সম্পাদক মোঃ তাজেম আলী, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক মনিরুল মোর্শেদ রবিন, কোষাধক্ষ্য মাহামুদুল হাসান ফরিদ, সাংগঠনিক সম্পাদক শামীম খান, দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ সম্রাট হোসেন, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মুন্সি, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব সদস্য সঞ্জয় কুমার দেবনাথ, মনির দেওয়ান, এইচ এম আনিছুর রহমান, ইব্রাহীম বকশি, তুহিম আহম্মেদ হানিফ, রিপোর্টার্স ইউনিটির সদস্য হুমায়ন কবির, মোস্তফা কামাল, আবুল হাসেম সহ মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিকবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.