প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৭:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৪, ২০২১, ২:৩৪ পি.এম
১, ২ ও ৩ নং সংরক্ষিত নারী আসনে আলোচনায় সবার শীর্ষে রাজমানা ইসলাম ।
![]()
রাজিব তাজ //
নারীর ক্ষমতায়ন যেনো দেশে এক নতুনত্বের ছোয়া দেওয়ার অপেক্ষায় রয়েছে। নারী নেতৃত্ব এখন দেশ গঠনের বিশেষ ভূমিকা পালন করছেন।
দেশ পরিচালনা, শহর থেকে গ্রামেও নারী নেতৃত্ব যেনো পিছিয়ে নেই। কমতি নেই জনপ্রিয়তা। এমনই দেখা যাচ্ছে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ১,২ ও ৩ নং সংরক্ষিত নারী আসনে রাজমানা ইসলাম।

রাজমানা ইসলাম মেহেন্দিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড'র ও মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলামের সুযোগ্যা কন্যা ও মেহেন্দিগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিট'র সভাপতি, সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) বরিশাল জেলার সহ সভাপতি ইউসুফ আলী সৈকত'র সহধর্মিণী।
রাজমানা ইসলাম অসহায়, খেটে খাওয়া মানুষ ও গ্রামের অবহেলিত নারীদের পাশে দাড়ানোর জন্য এবারের সংরক্ষিত নারী আসনে ১,২ ও ৩ নং ওয়ার্ডের সকলের দোয়াপ্রার্থী।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.