প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ১০:১১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৪, ২০২১, ১:৩৮ পি.এম
মেহেন্দিগঞ্জের উলানিয়ায় ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।
![]()
রাজিব তাজ //

শিক্ষা, শান্তি, প্রগতি, ছাত্রলীগের মূলনীতি। এই স্লোগান কে সামনে রেখে মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়৷

ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার লক্ষে উলানিয়া ইউনিয়নের বালিয়া, সলদী, হর্নী, পূর্বষাট্টি, লক্ষিপুর, পানবাড়িয়া, হাসানপুর, উলানিয়া, জাদুয়া থেকে মিছিল নিয়ে উলানিয়া আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলে দলে যোগদান করেন ।

উলানিয়া ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে দক্ষিন বাজার হয়ে মাদ্রাসার সামনে এসে মোড় ঘুরে, উত্তর বাজার, ঈদগাহ ময়দান হয়ে উলানিয়া করনেশন মাধ্যমিক বিদ্যালয়'র সামনে দিয়ে উলানিয়া গার্লস স্কুলে গিয়ে মিছিল শেষ করেন।
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে উত্তর উলানিয়ার প্রত্যেক ওয়ার্ডের ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং প্রতিষ্ঠা বার্ষিকী পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

আনিছুর রহমান রোমান মোল্লার নেতৃত্বে উত্তর উলানিয়ার ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

আনিছুর রহমান রোমান মোল্লা বলেন, ছাত্রলীগকে মনে প্রানে ভালোবেসে ও অনেক ত্যাগ তিতিক্ষা সহ্য করে আজকের এই প্রোগ্রাম, ৭৩ বছর পূর্বের ছাত্রলীগ এখন দেশের প্রতিটি ঘরে ঘরে এক একজন মুজিবের আদর্শের সৈনিক হিসেবে দন্ডায়মান। আমরা চাই এই ছাত্রলীগের আদর্শের নৈপুণ্যেতা দেখে সবার অন্তরে রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র প্রতিচ্ছবি দেখতে। দেশে ছাত্রলীগ একটি রোল মডেল, এটি একটি রাজনৈতিক নেতা গড়ার স্থান।

উত্তর উলানিয়ার ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী'র আলোচনার পর দুপুরের খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.