শহিদুল ইসলাম//বরিশাল নগরীর বটতলা এলাকায় বায়তুল মামুর জামে মসজিদে। ঐতিহাসিক ফুরফুরা দরবার শরীফের ২৪ তম বার্ষিক ওয়াজ মাহফিল দোয়াও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।গতকাল সোমবার রাত ১০ টায় প্রধান মেহমান আল্লামা শাইখ আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিক আল কুরাইশী মোনাজাত পরিচালনা করেন।মুনাজাতে অংশ নিতে নগরীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা মাহফিলে উপস্থিত হন। তিনি মুসলিম উম্মাহর শান্তি, মুক্তি ও উন্নাতি কামনা করেন। বিশেষ করে বিশ্বে মুসলিমদের জন্য দোয়া করেন। মোনাজাতে দেশবাসীর সামগ্রিক কল্যাণ কামনা করা হয়।উল্লেখ,প্রতি বছর ডিসেম্বর মাসের ২১/২২ তারিখে হয়ে থাকে। করোনার কারনে একদিনের জন্য মাহফিলের আয়োজন করেছেন কর্তৃপক্ষ। এ সময় আরও তাফসির করেন ফতুল্লা পীর সাহেবের ছোট সাহেব জাদা আলহাজ্ব হযরত মাওলানা আবুজাফর সাদেক জুলফিকার, ফতুল্লা নারায়নগঞ্জ, মুফতি শরীফুল ইসলাম খতীব,বায়তুল মামুর জামে মসজিদ।এছাড়া আরও উপস্থিত ছিলেন,আলহাজ্ব মাওলানা নূরুর রহমান বেগ, খতিব জামে এবাদুল্লাহ মসজিদ বরিশাল।মাহফিলে অন্যান্য ওলামায়ে কেরামগন ওয়াজ নছিয়ত করেন। ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করেছেন আলহাজ্ব সুফি সুফি সুলতান আহমেদ মোবাল্লিগ ফুরফুরা দরবার।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.