স্টাফ রিপোর্টার মোঃ ইখলাছুর রহমানঃ
ঢাকার ধামরাইয়ে পরিবেশ দূষণের দায়ে ৬টি অবৈধ ইটভাকে ৩৬ লাখ টাকা জারিমানা করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমান আদালত। সোমবার (২১ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।
এসময় ধামরাইয়ের জয়পুরা এলাকার মেসার্স বাংলা ব্রিকসকে ৬ লাখ, কাজলী ব্রিকসকে ৬ লাখ, ইউবিসি ব্রিকসকে ৬ লাখ, নির্মান ব্রিকসকে ৬ লাখ, সুপার ব্রিকস-২ কে ৬ লাখ ও এমবিসি ব্রিকসকে ৬ লাখ করে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে ভাটাগুলোর কিছু অংশ ভেঙে দেওয়া হয়।
অভিযানে ঢাকা জেলার পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মো. রাজীব, পরিদর্শক মোছা: জেসমিন আক্তার, পরিদর্শক ফাতেমাতুজ জহুরা, র্যাব-৪, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.