
হারুন অর রশিদ ঃঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় বি, এন, পি কর্তৃক বঙ্গবন্ধুর ম্যুরাল ও দিনক্ষণ গণনা করার ডিজিটাল ঘড়ি ভাংচুরের প্রতিবাদে আজ মঙ্গলবার বিকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় ও জাতীয় দৈনিকে কর্মরত সংবাদ কর্মীদের উপস্থিতে সংবাদ সম্মেলন করেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌসের সভাপতিত্বে বক্তারা বলেন, উপজেলা বি, এন, পির সাধারণ সম্পাদক আলহাজ্ব রুহুল আমীন দুলালের বাসভবনে আজ বেলা ১১টার সময় যুব দলের সাংগঠনিক কর্মী সভায় তারা বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনাকে অশ্রব্য ভাষায় ভৎসনা করছিল যা ছাত্রলীগ ও যুবলীগ নেতারা প্রতিবাদ করায় তখন উত্তেজিত বি,এন,পির কয়েকশত নেতা কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে উপজেলা পরিষদ ছাত্রলীগ ও যুবলীগকে তাক করে হামলা করে পরিষদ গেইটে স্থাপিত বঙ্গবন্ধুর ছবি সম্বলিত দিনক্ষণ গণনা করার ডিজিটাল ঘড়ি ম্যুরাল ভাংচুর ও ছাত্রলীগের তিন চার জনকে ইট পাটকেল মেরে ও কুপিয়ে আহত করে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনকে বাদী হয়ে ২৪ ঘন্টার মধ্যে মামলা করার জোর দাবী জানিয়েছেন। তা নাহলে মঠবাড়িয়াকে আন্দোলনের মাধ্যমে অচল করে দেয়া হবে। এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জনাব মো: রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, সহ সভাপতি জনাব আরিফ উল হক, জেলা মৎস্য লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জালাল ও উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত প্রমূখ।
পৌর বি,এন,পির সভাপতি আলহাজ্ব কে,এম হুমায়ূন কবির বলেন, পরিকল্পিত ভাবে ছাত্রলীগ ও যুবলীগ আমাদের মিটিং চলাকালীন হামলা করেছে, যাতে আমাদের দলের শতাধিক নেতা কর্মী আহত হয়েছেন। উপজেলা বি,এন,পির সাধারণ সম্পাদক আলহাজ্ব রুহুল আমীন দুলাল সহ ৭ জনকে আশংকাজনক অবস্থায় বরিশাল সেবাচিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply