শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরের নকলা উপজেলার ২নং নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান সুজাকে হত্যার হুমকি ও এক লাখ টাকা চাঁদাদাবির অভিযোগে শরীফুল ইসলাম শিপ্ত (১৯) নামে এক যুবককে গ্রেফতার করা করেছে থানা পুলিশ। শিপ্ত উপজেলার ডাকাতিয়াকান্দা গ্রামের নবিজুল হকের ছেলে। ২০ ডিসেম্বর রবিবার দুপুরে নিজ বাড়ি থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। এসময় তার সাথে থাকা ৫টি মোবাইল ফোনসহ বিভিন্ন অপারেটরের ১১টি সিম উদ্ধার করা হয়। জানা গেছে , ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান সুজার কাছে মোবাইল ফোনের মাধ্যমে ১লাখ টাকা চাঁদাদাবী করেন অজ্ঞাত এক ব্যাক্তি। চাঁদা না দিলে চেয়ারম্যানসহ তার পরিবারকে হত্যার হুমকীও দেয় ভিন্ন ভিন্ন নাম্বার থেকে। পরে আনিছুর রহমান সুজা গত ২৮ নভেম্বর নিজের নিরাপত্তার স্বার্থে নকলা থানায় একটি সাধারন ডায়েরী করেন। ওই ডায়েরী মূলে পুলিশ তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে রবিবার দুপুরে নিজ বাড়ি থেকে শিপ্তকে গ্রেফতার করেন। শিপ্ত নকলা সরকারি হাজী জালমামুদ কলেজের ডিগ্রীর প্রথম বর্ষের শিক্ষার্থী। অতিরিক্ত পুলিশ সু
পার (শেরপুর সদর সার্কেল) আমিনুল ইসলাম ঘটনার
সত্যাতা নিশ্চিত করে বলেন এব্যাপারে থানায় একটি মামলা হয়েছে
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.