মেহেন্দিগঞ্জ প্রতিনিধি //
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা
ও বরিশাল জেলা ক্রীড়া সংস্থার উদ্যােগে মেহেন্দিগঞ্জে ক্রিকেট আম্পায়ার এন্ড স্কোরার্স এসোসিয়েশন ২০২০ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মেহেন্দিগঞ্জ যুব ক্লাবের সহযোগিতায় ক্রিকেট আম্পায়ার ও স্কোরার্স প্রশিক্ষণ কোর্স এর সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল ১১টায় পাতারহাট যুবলী স্কুলের হলরুমে শুরু হয়। কোর্সে অংশ নেয়া প্রশিক্ষণার্থী ও সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে আশরাফ উদ্দিন খান মেনু স্যারের সভাপতিত্বে প্রশিক্ষক ছিলেন, মোস্তফা আজীম হালিম। উপস্থিত শিক্ষক সালাউদ্দীন ভূইয়া, ক্রীড়াবীধ সুব্রত বনিক, ফখর উদ্দীন রাজা ও খায়রুল বাসার প্রমুখ। দেশের উদীয়মান ও প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে বিজ্ঞান ভিত্তিক নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে আম্পায়ার সৃষ্টির লক্ষ্যে সম্ভাবনাময় আম্পায়ারদের প্রশিক্ষণ প্রদান করা।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.