প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৭:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২০, ২:৪৪ পি.এম
মঠবাড়িয়ায় জমিয়তে হিযবুল্লাহর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
![]()
হারুন অর রশিদ //
পিরোজপুরের মঠবাড়িয়ায় জমিয়তে হিযবুল্লাহর উদ্যোগে আজ সোমবার বিকাল ৪ ঘটিকায় পৌরসভার সম্মুখ সড়কে রাসুল (সাঃ) কে নিয়ে ফ্রান্স সরকার কর্তৃক শার্লিএবদো পত্রিকায় ধারাবাহিক ভাবে ব্যঙ্গচিত্র প্রকাশ করায় গোটা বিশ্বব্যাপী মুসলিম তৌহিদী জনতা তার বিরুদ্ধে ফুঁসে উঠেছে। তারই ধারাবাহিকতায় দেশ ব্যাপী বিক্ষোভ সমাবেশ চলে আসছে। জমিয়তে হিযবুল্লাহর ব্যানারে মঠবাড়িয়ার সর্বস্তরের হাজার হাজার তৌহিদী জনতা নারায়ে তাকবীর আল্লাহু আকবর, নারায়ে রিসালাত মুহাম্মাদুর রাসুলুল্লাহ, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা এ শ্লোগানে রাজপথ কেঁপে ওঠে। এসময় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জনাব আলহাজ্ব ডাঃ রুস্তুম আলী ফরাজী এম,পি, জনাব রিয়াজ উদ্দিন আহম্মেদ উপজেলা চেয়ারম্যান, আলহাজ্ব রুহুল আমীন দুলাল সাধারণ সম্পাদক উপজেলা বি,এন,পি, জনাব মোঃ আরিফ উল হক সহ সভাপতি উপজেলা আওয়ামীলীগ, ড. মাওঃ আবু জাফর অধ্যক্ষ টিকিকাটা নুরিয়া ডিগ্রি মাদ্রাসা, আলহাজ্ব মাওঃ সিদ্দিকুর রহমান পেশ ইমাম কেন্দ্রীয় জামে মসজিদ, আলহাজ্ব মাওঃ মোঃ শাহজালাল খতিব দক্ষিন বন্দর জামে মসজিদ, সাংবাদিক হারুন অর রশিদ সাধারণ সম্পাদক মঠবাড়িয়া উপজেলা প্রেস ক্লাব ও মাওঃ কাজী ওবায়দুল হক প্রমূখ। বক্তারা বলেন, ফ্রান্সের সকল পণ্য রাসুল (সাঃ) এর মহব্বতে আমাদের সকলের বর্জণ করতে হবে। আমাদের এ আন্দোলন সেদিন পর্যন্ত অব্যহত থাকবে যতদিন না ফ্রান্স সরকার মুসলিম জাতির কাছে এ ঘৃন্য ঘটনা নিয়ে ক্ষমা না চাইবে। তার সাথে সাথে সরকারের কাছে তারা দাবী জানিয়েছেন ফ্রান্সের সাথে সকল ধরনের কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার। মানববন্ধন শেষে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.