কে এম লতীফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোস্তাফিজের বিরুদ্ধে মানবন্ধন ও স্বারক লিপি প্রদান
আপডেট সময় :
রবিবার, ১ নভেম্বর, ২০২০
৩১১
০ বার সংবাদটি পড়া হয়েছে
হারুন আর রশিদ //
পিরোজপুরের মঠবাড়িয়া ঐতিহ্যবাহী শিক্ষ প্রতিষ্ঠান কে এম লতীফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোস্তাফিজের বিরুদ্ধে মানবন্ধন স্কুল পরিচালনায় অব্যবস্থাপনা, আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা, দূর্ব্যবহার এবং ইচ্ছাকৃত ভাবে শিক্ষক কর্মচারীদের স্কুল প্রদেয় ভাতা ১৯ মাস ধরে স্থগিত রাখার প্রতিবাদে অবলিম্বে তার অপসারণের দাবীতে মানবন্ধন ও স্বারক লিপি প্রদান করেন। আজ রোবার সকাল ১০ ঘটিকায় পৌরসভার সম্মুখ সড়কে সহকারী প্রধান শিক্ষক খলিলুর রহমানের সভাপতিত্বে ছাত্র শিক্ষক অভিভাবক সদস্য, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, প্রধান শিক্ষককে ১৫ দিনের মধ্যে সকল হিসাব কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দিয়ে চলে যাবার সময়সীমা বেঁধে দেয়া হল। তিনি যদি এ কথার মূল্যায়ন না করেন তাহলে তাকে বাধ্য করতে অবরোধ, হরতাল, এমনকি অনশনের পথ বেছে নেয়া হবে। দীর্ঘ দিনের ঐতিহ্য ধারণ করা প্রতিষ্ঠানটিতে তিনি অর্থ আত্মসাত করে কলঙ্ক লেপন করেছেন। আর তারা সে কলঙ্কের অবসান ঘটাতে চান প্রধান শিক্ষকের অপসারণের মধ্যে দিয়ে। এসময় বক্তব্য রাখেন, শিক্ষক নেতা, বীর মুক্তিযোদ্ধ মোস্তফা শাহ আলম দুলাল, অবসর প্রাপ্ত প্রবীন শিক্ষক অমল হালদার, বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, বীর মুক্তিযোদ্ধা ফারুকউজ্জামান, বণিক সমিতির সভাপতি আলহাজ্ব শামছুল আলম, অভিভাবক সদস্য ও সাংবাদিক আব্দুসসালাম আজাদী, মজিবর রহমান ও মিজানুর রহমান মিজু প্রমূখ। মানববন্ধন শেষে অতিদ্রুত তার অপসারণ চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে শিক্ষক সহ সর্বস্তরের জনগন একটি স্বারক লিপি প্রদান করেন।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply