সোহানা জাহান নোহার শুভ জন্মদিন। আনন্দে মশগুল বাবা মা ।
আপডেট সময় :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
৩১১
০ বার সংবাদটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ
মায়ের গর্ভ থেকে এই পৃথিবীর আলো বাতাসে এই দিনে এসেছিলে তুমি, কেদেছিলে তুমি আর হেসেছিলো সবে। তোমাকে নিয়েই ছিলাম আমাদের আনন্দে মাতোয়ারা সারাটিক্ষন। এমনটাই বলেছিলেন সোহানা জাহান নোহার বাবা ও মেঘনা গ্রুপ অব ইন্ড্রাস্ট্রি লিমিটেড এর এডমিন অফিসার সোহেল হোসেন।
গতকাল ২১.১০.২০২০ইং তারিখ রোজ বুধবার সোহানা জানাহ নোহা’র ছিলো শুভ জন্মদিন। নোহার জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার মা বাবা ও শুভাকাঙ্খীরা।
এছাড়াও নোহাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে সোহেল হোসেনের বাসায় ছুটে আসেন মেঘনা গ্রুপ অফ ইন্ড্রাস্টি লিমিটেডের ফ্রেশ সিমেন্ট এর তরফ থেকে ডিজিএম অপারেশন ও এজিএম প্রশাসন সহ অন্যন্য সিনিয়র কমকর্তারা।
আরো উপস্থিত চিলেন, ক্রাউন্ট সিমেন্ট এর সিনিয়র নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন , বরিশালের মেহেন্দিগঞ্জ এর কৃতি সন্তান এডভোকেট হেলাল উদ্দিন হেলাল ও বিএনপি, যুব দল,কৃষক দলের নেতৃবৃন্দ গন। আরও উপস্থিত হয়েছিলেন নারায়ণগঞ্জ এর কৃতিসন্তান সুলতান মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান মানবাধিকার নেত্রী ও রোটারী ক্লাবের সদস্য ফেরদৌসি আক্তার রেহানা।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply