মানামী কর্তৃপক্ষের উদ্যেগে জীবন ও সম্পদ রক্ষার কৌশল এর মহড়ার আয়োজন।
-
আপডেট সময় :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
-
২১৯
০ বার সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি ঃ
মেসার্স সালাম শিপিং লাইন্স লিমিটেড এর মালিকানাধীন বরিশাল-ঢাকা নৌপথে পরিচালিত বিলাশবহুল যাত্রীবাহী নৌযান এম ভি মানামী কর্তৃপক্ষের উদ্যেগে আজ সকাল ৯ ঘটিকায় দেশের নৌ সেক্টরের ইতিহাস রচনাকারী সাহসী পদক্ষেপ-নৌপথে জীবন ও সম্পদ রক্ষার কৌশল ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষন ও মহড়ার আয়োজন করা হয় । ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ঢাকা সদরঘাটের সহযোগিতায় সিনিয়র অফিসার বজলুর রশিদ ও নুহান্নাদ আকূর নেতৃত্বে ফায়ার সার্ভিসের ৩০ সদ্যেসের একটি টিম এম ভি মানামী লঞ্চের ১০০ স্টাফদের অগ্নিনির্বাপণ বিষয়ে প্রশিক্ষন ও মহড়া প্রদর্শন করেন। উক্ত প্রশিক্ষন ও মহড়ার উদ্ভোধন করেন সালাম শিপিং লাইন্স এর এম ডি ফিরোজ আলম, উদ্ভোধনী বক্ত্যেবে ফিরোজ আলম বলেন বাংলাদেশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় এম ভি মানামী লঞ্চে কর্মরত স্টাফদের সমন্বয়ে নৌ সেক্টরে অগ্নিনির্বাপণে জনসচেনতা সৃষ্টির উদ্যেগে দেশের নৌ সেক্টরে ইতিহাস রচনাকারী সাহসী পদক্ষেপ নেয়। এবং আরো বলেন, এম ভি মানামী লঞ্চ কর্তৃপক্ষ জাতি সেবায় মান উন্নয়ন করায় প্রতিশ্রুতি থেকেই অগ্নি সংযোগ বা অন্য কোন দূর্ঘটনায় যাত্রীদের জীবন ও সম্পদ রক্ষায় স্টাফ যাত্রীদের তাক্ষনিক করনীয় কি তা হাতে কলমে শিক্ষা দেওয়ার লক্ষ্যে এ অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়।

সালাম শিপিং লাইন্স লিঃ এর এক্সিকিউটিভ ডাইরেক্টর মিসেস ইসমত আরা বলেন, ফায়ার সার্ভিসের এ প্রশিক্ষন প্রতিটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ন । আগুন অথবা অন্য কোন দূর্ঘটনা সংঘঠিত হলে আশে পাশের মানুষ যাতে নিজেকে আত্মরক্ষায় রাখতে পারে এনং অন্য কাউকে এই বিপদের হাত থেকে বাচাতে পারে। তিনি আরো বলেন, বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে জীবন ও সম্পদ রক্ষা করা সম্ভব। বাংলাদেশের ফায়াস সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পরিকল্পনায়, উন্নয়ন ও প্রশিক্ষন পরিচালক, লে. কর্ণেল সিদ্দিক মোঃ জুলফিকার রহমান বলেন, এই ভিডিও বার্তা জনসাধারনের জীবন ও সম্পদ রক্ষা করার অনুপ্রেরনা পায়, এবং লঞ্চ ও ট্রলার ডুবি ঘটনায় করনীয় কি, তা জানতে সহায়তা করে থাকে। উল্লেখ্য যে, প্রশিক্ষন শেষে জীবন ও সম্পদ রক্ষার কৌশল এর মহড়ার মাধ্যমে এম ভি মানামী লঞ্চের ২০ স্টাফদের মাঝে অভিজ্ঞতা সনদ প্রদান করেন।
Like this:
Like Loading...
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply