প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ৩:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২০, ৮:৩৫ পি.এম
মৎস্য সম্পদ রক্ষায় মেহেন্দিগঞ্জ ইউএনও পিজুস চন্দ্র দে’র অভিযান! আটক ২১
![]()
রাজিব তাজ ঃ সারাদেশে যখন জাতীয় মাছ ইলিশ রক্ষায় সরকার গুরত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, এবং মৎস্য সম্পদ রক্ষায় কঠোর ভূমিকা পালন করছেন, তখন জেলেদের একটা অংশ রাতের আধারে হাতিয়ে নিতে চায় ফায়দা।

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মৎস্য সম্পদ রক্ষায় সরকারি নির্দেশনা অমান্য করে মাছ ধরার অপরাধে মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন নদীতে গতোকাল দিনভর পৃথক পৃথক ৫ টি অভিযান চালিয়ে মোট ২১ (একুশ) জন জেলেকে আটক করা হয়৷ পরবর্তীতে আটককৃত জেলেদের ১৮ (আঠারো) জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয় এবং ৩ (তিন) জনকে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। অভিযানে মোট প্রায় ৮০,০০০ (আশি হাজার) মিটার জাল ও প্রায় ৩০ (ত্রিশ) কেজি পরিমাণ ইলিশ মাছ জব্দ করা হয়৷ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়৷ মাছ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও স্থানীয় দুস্থদের মাঝে বিলিয়ে দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মেহেন্দিগঞ্জ, বরিশাল জনাব পিজুস চন্দ্র দে পরিচালিত
এই মোবাইল কোর্ট পরিচালনা করেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিজুস চন্দ্র দে, আইনগত সহায়তা প্রদান করেন উপজেলা মৎস্য অফিসার জনাব ভিক্টর বাইন, এবং মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন নদীতে পৃথক পৃথক স্থানে পরিচালিত এই অভিযানসমূহে আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা প্রদান করেন মেহেন্দিগঞ্জ থানা পুলিশ, কাজিরহাট থানা পুলিশ ও কালীগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির চৌকস পুলিশ দল।

গতো ১৪ ই অক্টোবর থেকে এই তথ্য পাওয়া অবদি এপর্যন্ত ৩৫ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ১৮ জন জেলেকে সর্বমোট ৯৫,০০০ (পঁচানব্বই হাজার) টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়৷

উল্লেখিত যে, ইলিশের প্রধান মৌসুমে মা ইলিশ রক্ষায় মৎস্য আহরণের উপর গত ১৪ই অক্টোবর থেকে আগামী ৪ঠা নভেম্বর পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি করা হয়৷ নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য আহরণের দায়ে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর ও আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক পরিচালিত হবে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2025 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.