বরিশালের গৌরনদীতে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত।
আপডেট সময় :
শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
২৭৭
০ বার সংবাদটি পড়া হয়েছে
দৈনিক একুশের সময় //
নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সারাদেশের ন্যায় বরিশালের গৌরনদীতে ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী সমাবেশ করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। শনিবার সকাল ১০টায় গৌরনদী ৯ নং বিট কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গৌরনদী মডেল থানা কর্তৃক আয়োজিত সমাবেশে বিভিন্ন বিট পুলিশিং কমিটির সদস্যরা অংশ নেন এবং নারী নির্যাতনবিরোধী আলাদা আলাদা শোভাযাত্রা নিয়ে এই সমাবেশে যোগ দেন তারা।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ নাঈমুল হক। তিনি বলেন, আমরা বরিশালের মাটিতে ধর্ষণ ও নারী নির্যাতনের মত জঘন্যতম ঘটনা ঘটতে দেব না। আমরা সবার সহযোগিতা চাই।আমাদের সন্তানদের মাঝে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে। খেলাধুলার মধ্য দিয়ে তাদের খারাপ কাজ থেকে দূরে সরিয়ে আনতে হবে। তাহলে সমাজ হবে অপরাধমুক্ত।
এছাড়াও একযোগে উপজেলার ১০টি বিট পুলিশিং কার্যালয়ে এ সমাবেশ অনুষ্টিত হয়।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply