
হারুন অর রশিদ, মঠবাড়িয়া //
পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা পরিষদ মিলনায়তনে আজ শুক্রবার বিকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খানের সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান জনাব মহিউদ্দিন মহারাজ সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৯৬ টি পূজা মন্ডপে নগদ ৩ হাজার টাকা করে প্রতিটি পূজা মন্ডপের সভাপতি সম্পাদকের হাতে প্রদান করেন। এছাড়াও কেন্দ্রীয় হরিসভা মন্দিরে ২৫ হাজার ও দক্ষিণ বন্দর বাহালি পট্টি মন্দিরে ২০ হাজার টাকা অতিরিক্ত অর্থ অনুদান করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ঊর্মি ভৌমিক, আকাশ কুমার কুন্ডু সহকারী কমিশনার (ভূমি), থানা অফিসার ইনচার্জ জনাব আবু জাফর মোঃ মাসুদুজ্জামান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, জেলা পরিষদের সদস্য ইলিয়াছ হোসেন হেলাল মুন্সি, ইউপি চেয়ারম্যান ফজলুল হক খান রাহাত পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু পরিতোষ বেপারী প্রমূখ। বক্তব্য শেষে জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি সম্পাদকের কাছে নগদ অর্থ তুলে দেন এবং তিনি বলেন, প্রতি বছর আমি জেলা পরিষদ ও আমার ব্যক্তিগত তহবিল থেকে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানে এ ধরনের অনুদান মঠবাড়িয়া ভান্ডারিয়া সহ গোটা পিরোজপুর জেলায় দিয়ে আসছি। যতদিন আমি এ চেয়ারে থাকব ততদিন আপনাদের প্রতি আমার এ সহানুভূতির হাত সর্বদা সম্প্রসারিত থাকবে।
Leave a Reply