মেহেন্দিগঞ্জে ইউএনও’র মৎস্য অভিযানে ৫ জন আটক। ২ জন সহ ড্রেজার জব্দ।
আপডেট সময় :
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
২৬১
০ বার সংবাদটি পড়া হয়েছে
রাজিব তাজ ঃ সরকার কর্তৃক ইলিশ মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকলেও, মানছেন না জেলেরা। রাতের আধারে মাছ শিকারে যেনো সিদ্ধহস্ত।
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় মৎস্য সম্পদ রক্ষায় সরকারি নির্দেশনা অমান্য করে মাছ ধরার অপরাধে মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করা হয় গতোকাল।
মৎস্য অভিযানে গতকাল সন্ধ্যায় ৩ (তিন) জন জেলেকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ডে এবং ২ (দুই) জনকে ৬০০০ (ছয় হাজার) টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। এবং একই সাথে ১৫০০০ মিটারের উপর জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
এছাড়াও অপর এক অভিযানে নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ২ (দুই) জনকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়৷ অবৈধ কাজে ব্যবহৃত ড্রেজারটি জব্দ করে নিয়ে আসা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মেহেন্দিগঞ্জ, বরিশাল পিজুস চন্দ্র দে ও মোবাইল কোর্টকে আইনগত সহায়তা প্রদান করেন কালীগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জনাব মোঃ শাখাওয়াত হোসেন ও তাঁর দল।
উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে আরো বলেছেন, মৎস্য সম্পদ রক্ষায় ও অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হবে।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply